পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ নামে পরিচিত গনগনি-র প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হাজির হয়েছিল একদল বাইকার। তবে এই অ্যাডভেঞ্চার রাইড শেষ হলো এক মহান মানবিক উদ্যোগে। রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের প্রায় ৬০ জন সদস্য গনগনি দর্শন শেষে গ্রামের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন।
গনগনি দর্শনে মুগ্ধ রাইডার্স দল:
প্রাকৃতিক সৌন্দর্য: রবিবার ভোরে কলকাতা থেকে যাত্রা শুরু করে রাইডার্স দল দীর্ঘ পথ পেরিয়ে গনগনিতে পৌঁছয়। গভীর লাল মাটি, ক্ষয়প্রাপ্ত পাহাড়ি গঠন এবং শিলার খাঁজ—এই অনিন্দ্য সুন্দর ল্যান্ডস্কেপ দেখে মুগ্ধ হন সকলে। অনেকে এই স্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে তুলনা করেন।
গ্রামীণ অভিজ্ঞতা: গনগনি দর্শনের পর তাঁরা পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে ঘুরে দেখেন। প্রকৃতির সঙ্গে লড়াই করে স্থানীয় মানুষের জীবনযাপন তাঁদের মন ছুঁয়ে যায়।
দুঃস্থদের পাশে মানবিক উদ্যোগ:
ঠিক এই অভিজ্ঞতা থেকেই তাঁরা মানবিক উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন। গড়বেতার ভট্য এলাকায় আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণের ক্যাম্প।
শীতবস্ত্র বিতরণ: শীতের হিমেল হাওয়ায় যাঁরা যথাযথ শীতবস্ত্রের অভাবে কষ্ট করছেন, তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্য ছিল এই কর্মসূচির। এক এক করে লাইন দিয়ে দাঁড়ানো শতাধিক দুঃস্থ মানুষের হাতে রাইডার্স কমিউনিটির সদস্যরা সসম্মানে শীতবস্ত্র তুলে দেন।
রাইডার্স কমিউনিটির বার্তা: রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা অপরাজিতা রায় সিনহা জানিয়েছেন, “গত ছয় বছর ধরে আমরা এইরকম সামাজিক কর্মসূচি করে আসছি। শুধু রাইড নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে আরও বেশি মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে চাই।”
এই মানবিক উদ্যোগে শিশু থেকে বৃদ্ধ—সবার মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানুষের প্রতি মানুষের ভালবাসার এক নতুন দৃষ্টান্ত তৈরি হলো গনগনিতে।