দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ফের উত্তেজনা! ক্যাম্পাসে ছাত্রীকে শারীরিক হেনস্থা, অভিযোগের তীর চারজনের বিরুদ্ধে

দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটি (South Asian University) ক্যাম্পাসে এক ছাত্রীকে শারীরিক হেনস্থার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। চারজন পুরুষের বিরুদ্ধে এই হেনস্থার অভিযোগ উঠেছে।

সূত্রের খবর, এই ঘটনা ঘটে গত রবিবার বিকেলে। অভিযোগ, প্রথম বর্ষের ওই ছাত্রী অডিটোরিয়াম চত্বর থেকে ক্যান্টিনের দিকে যাচ্ছিলেন, সেই সময় চারজন পুরুষ তাঁকে জাপটে ধরে। অভিযোগকারীরা জানিয়েছে, অভিযুক্তরা ওই ছাত্রীর পোশাক ছিঁড়ে দিয়ে তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করে।

পুলিশের তদন্ত শুরু, চিহ্নিত হয়েছে এক অভিযুক্ত
সোমবার বিকেলে ওই ছাত্রীর এক বন্ধু পিসিআর (PCR) নম্বরে ফোন করে পুলিশের কাছে অভিযোগ জানায়। ডিসিপি (দক্ষিণ) জানিয়েছেন, ছাত্রীর বয়ানের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর (FIR) রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

প্রাথমিক তদন্তে চার অভিযুক্তের মধ্যে একজনকে চিহ্নিত করা গিয়েছে। জানা গেছে, ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়েরই অশিক্ষক কর্মী।

এই ঘটনায় ক্ষুব্ধ পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। পুলিশ দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy