দিল্লির অত্যন্ত সুরক্ষিত এলাকা চাণক্যপুরীতে প্রকাশ্য রাস্তায় ছিনতাইয়ের শিকার হলেন মহিলা সাংসদ সুধা রামাকৃষ্ণন। সোমবার সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়ে এক দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন তিনি। এই ঘটনার পর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে দেশের রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৬টা নাগাদ পোল্যান্ড দূতাবাসের কাছে। সাংসদ সুধা রামাকৃষ্ণন একজন পরিচিত ব্যক্তির সঙ্গে হাঁটছিলেন, সেই সময় হেলমেট পরা এক স্কুটি আরোহী যুবক হঠাৎ তাঁর গলার সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দুষ্কৃতীর তীব্র টানে সুধার গলায় চোট লাগে এবং তাঁর পরনের চুড়িদারও ছিঁড়ে যায়। ঘটনার পর সুধা এবং তাঁর সঙ্গী চিৎকার করলেও ছিনতাইকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সাংসদ সুধা রামাকৃষ্ণন জানিয়েছেন, প্রথমে স্কুটিটি খুব ধীরে চলছিল, তাই তাঁর সন্দেহ হয়নি। কিন্তু আকস্মিকভাবেই সে গলার চেন টেনে নেয়। ঘটনার পর সুধা বর্তমানে তামিলনাড়ু ভবনে থাকছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে বলেন, “চাণক্যপুরীর মতো দেশের অন্যতম নিরাপদ এলাকায় একজন মহিলা সাংসদ যদি আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” তিনি এই ধরনের গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। দ্রুত দোষীকে শনাক্ত করে গ্রেফতারের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।
এই ঘটনার পর দিল্লি পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। চাণক্যপুরী এবং তার পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ঘটনাটি দিল্লির নিরাপত্তার ওপর নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি করেছে।