বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দেশজুড়ে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে দুটি পৃথক ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। দশমীর আনন্দের মাঝেও এই দুর্ঘটনা গভীর শোক ও আতঙ্ক ছড়িয়েছে।
মধ্যপ্রদেশে দুই ঘটনায় ১৩ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে দুটি পৃথক দুর্ঘটনায় মোট ১৩ জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে ১০ জন নাবালক।
উজ্জয়িনীর নোগোরিয়া: চম্বল নদীর ধারে প্রতিমা বিসর্জনের সময় একটি ট্র্যাক্টর দুর্ঘটনা ঘটে। ১২ বছর বয়সী এক নাবালক ভুল করে ট্র্যাক্টরটি চালিয়ে দিলে সেটি রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। স্থানীয়রা ১১ জনকে উদ্ধার করলেও, পরে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। এখনও একজন নিখোঁজ।
খাণ্ডোয়া জেলার আরদলা ও জামলি: আরদলা ও জামলি গ্রামে গ্রামবাসীদের শোভাযাত্রার সময় ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে উল্টে যায়। এতে ১১ জন নিহত হন, যার মধ্যে ৮ জন নাবালিকা। কিছু মানুষ এখনও নিখোঁজ।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
আগ্রাতেও তলিয়ে গেলেন অনেকে
অন্যদিকে, উত্তরপ্রদেশের আগ্রায়ও প্রতিমা নিরঞ্জনের সময় একটি দুর্ঘটনা ঘটে। নদীতে নামার সময় ৯ জন তলিয়ে যান।
পুলিশ ও স্থানীয়দের দ্রুত উদ্ধারকাজে একজনকে বাঁচানো সম্ভব হয়েছে।
তবে তিনজনের মৃত্যু হয় এবং পাঁচজন এখনও নিখোঁজ।
দু’টি রাজ্যেই স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে এবং নিখোঁজদের খোঁজে জোর তল্লাশি অব্যাহত রয়েছে।