মথুরাপুরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’র মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একঝাঁক বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাগরের এই জনসভা থেকে তিনি কেবল আক্রমণই শানাননি, বরং সরাসরি তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের ‘ফাইল’ খোলার হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দুর এই মেজাজি ভাষণকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।
মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, কেন্দ্রের কড়া নজরদারি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ও সিবিআই (CBI)-এর সক্রিয়তায় তৃণমূলের ঘুম উড়েছে। তিনি বিদ্রুপের সুরে বলেন, “SIR (সিবিআই-এর বিশেষ আধিকারিক বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা) হচ্ছে শুনে তৃণমূলের খুব কষ্ট হচ্ছে। ভয়ে হাত-পা কাঁপছে ওদের।” কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ টেনেও শাসকদলকে আক্রমণ করেন তিনি। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল নেতারা শিষ্টাচার হারিয়ে নির্বাচন কমিশনারের ‘বাপ’ তুলে আক্রমণ করছেন, যা তাঁদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ।
ভোটের প্রসঙ্গ টেনে শুভেন্দু আরও একবার ‘ছাপ্পা’ অভিযোগ সরব হয়েছেন। তিনি বলেন, “তৃণমূল জেতে ক্যামেরা বন্ধ করে। বুথে সিসিটিভি অফ করে ছাপ্পা মেরে জেতাটাই ওদের স্টাইল।” এরপরই মেজাজ হারিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী বা দলের উচ্চপদস্থদের উদ্দেশ্যে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “দম থাকলে আমার ফাইলটা খুলুন আপনি! অনেকদিন তো বলছেন, ক্ষমতা থাকলে দেখিয়ে দিন।” শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে, তিনি কি কোনো নির্দিষ্ট তদন্তের ইঙ্গিত দিলেন নাকি স্রেফ আত্মবিশ্বাসের সুরে চ্যালেঞ্জ ছুড়লেন। সব মিলিয়ে সাগরের সভা থেকে শুভেন্দু বুঝিয়ে দিলেন, সামনের দিনগুলোতে তৃণমূলের জন্য লড়াই আরও কঠিন হতে চলেছে।