মঙ্গলবারের মধ্যরাতের প্রবল বৃষ্টি এবং বুধবার সকালের মেঘলা আকাশও দক্ষিণবঙ্গ থেকে ভ্যাপসা গরমের দাপট কমাতে পারেনি। বৃষ্টির পরও অস্বস্তি বজায় রয়েছে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর নতুন পূর্বাভাস জারি করেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৬ থেকে ৭ জুন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শহর কলকাতাতেও এদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দু’দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে এরপর আবারও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিনটি জেলা, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ১০ জুন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার—এই পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সামগ্রিকভাবে, দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি বজায় থাকলেও, বিক্ষিপ্ত বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে। তবে, উত্তরবঙ্গে বৃষ্টির ধারা তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকবে।