স্নান করতে নেমে পা পিছলে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মানসিক ভারসাম্যহীন যুবতীর। বুধবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানা এলাকার বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সত্যনারায়ণ পুর গ্রামে এই ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, মৃত যুবতীর নাম পাপিয়া মণ্ডল, তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। পরিবার সূত্রে খবর, পাপিয়ার কিছু মানসিক সমস্যা ছিল। এদিন তিনি স্নান করতে গিয়েছিলেন। পরিবারের সদস্যদের অনুমান, সেই সময়ই কোনওভাবে পা পিছলে পড়ে গিয়ে জলে ডুবে যান তিনি।
পরে পরিবারের লোকজন পাপিয়াকে জলে ভেসে উঠতে দেখে তড়িঘড়ি উদ্ধার করে বালিহাট খোলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যদের দাবি, এমন কিছু ঘটতে পারে বলে তাঁরা কখনও আশঙ্কা করেননি।
ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের সদস্যরা এই ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।