অভিনয় জীবনের শেষ সিনেমা, অথচ মুক্তির আগেই চরম নাটক! দক্ষিণী মেগাস্টার থালাপথি বিজয় অভিনীত বহুপ্রতীক্ষিত ছবি ‘জন নয়গন’ নিয়ে আইনি লড়াইয়ে বড় জয় পেলেন নির্মাতারা। সেন্সর বোর্ডের (CBFC) আপত্তিতে আটকে থাকা এই ছবির মুক্তির জট কাটল মাদ্রাজ হাইকোর্টের রায়ে। বিচারপতি পিটি আশা নির্দেশ দিয়েছেন, সিনেমাটিকে ‘ইউ/এ ১৬’ প্লাস সার্টিফিকেট দিয়ে দ্রুত মুক্তির ছাড়পত্র দিতে হবে।
কী এই ‘ইউ/এ ১৬’ শর্ত?
আদালতের রায় অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী দর্শকরা ছবিটি দেখতে পারলেও তাঁদের সঙ্গে অভিভাবকের পরামর্শ বা তত্ত্বাবধান থাকা জরুরি। আসলে সেন্সর বোর্ড ছবির বেশ কিছু দৃশ্য এবং সংলাপে আপত্তি তুলে কাটছাঁটের নির্দেশ দিয়েছিল। প্রযোজক সংস্থা সেই নির্দেশ মানতে অস্বীকার করে পাল্টা মামলার পথ বেছে নেয়। তাঁদের অভিযোগ ছিল, ইচ্ছা করেই বিজয়ের শেষ ছবির মুক্তি ঝুলিয়ে রাখা হচ্ছে।
নেপথ্যে কি রাজনৈতিক প্রতিহিংসা?
২০২৪ সালে নিজের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্ট্রি কাজাগম’ (TVK) গড়ার পর থেকেই বিজয়ের জনপ্রিয়তা তুঙ্গে। অভিনেতা থেকে পুরোদস্তুর নেতা হওয়ার পথে ‘জন নয়গন’ তাঁর শেষ সিনেমা। বিজয় ভক্তদের দাবি, বিজয়ের ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তিকে ভয় পেয়েই সরকারের অঙ্গুলিহেলনে সেন্সর বোর্ড টালবাহানা করছিল। যদিও এই বিষয়ে সুপারস্টার নিজে এখনও কোনো মন্তব্য করেননি।
পোঙ্গলেই কি ‘থালাপথি’ ঝড়?
প্রথমে ৯ জানুয়ারি ছবিটি মুক্তির কথা থাকলেও আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। তবে মাদ্রাজ হাইকোর্টের এই রায়ের পর নতুন আশায় বুক বাঁধছেন ভক্তরা। সূত্রের খবর, আগামী ১৪ জানুয়ারি তামিলনাড়ুর সবথেকে বড় উৎসব ‘পোঙ্গল’-এর দিনেই বড় পর্দায় আসতে পারে ‘জন নয়গন’। এই দেরি হওয়ার কারণে নির্মাতাদের কয়েক কোটি টাকার লোকসান হয়েছে বলেও জানা গিয়েছে।