জয়পুর, ১৩ অক্টোবর: জয়পুর-আজমেঢ় হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক মহিলা সহ দু’জনের মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। বাগরু এলাকার ছিতরোলি বাস স্ট্যান্ডের কাছে জাতীয় সড়ক ৪৮ (NH-48)-এর উপর এই ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাত প্রায় ২:৩০ নাগাদ দ্রুত গতিতে আসা একটি অ্যাম্বুলেন্স রাস্তা জুড়ে ছড়িয়ে থাকা পাম তেলের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তেল ছিটকে রাস্তাটি পিচ্ছিল হয়ে গিয়েছিল। অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারানোর পর ছিতরোলি স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনার কারণ:
জানা যায়, দুর্ঘটনার কিছুক্ষণ আগে ওই স্থানে একটি ডাম্পার পাম তেল ভর্তি একটি ট্যাঙ্কারকে ধাক্কা মারে। ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তার থেকে তেল রাস্তায় ছিটকে পড়ে, যার ফলে রাস্তাটি অত্যন্ত পিচ্ছিল হয়ে যায়।
ক্ষয়ক্ষতি:
অ্যাম্বুলেন্সে চালক সহ মোট পাঁচজন যাত্রী ছিলেন। তাঁরা কিষাণগড় থেকে একজন অসুস্থ রোগীকে জয়পুরের সোয়াই মান সিং (এসএমএস) হাসপাতালে নিয়ে আসছিলেন। এই ভয়াবহ সংঘর্ষে কিষাণগড় (আজমেঢ়) নিবাসী ৫৫ বছর বয়সী দিনেশ কুমারী এবং ৩১ বছর বয়সী বীরম সিং ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক সতীশ ধামানি, অমিত বৈষ্ণব এবং অসুস্থ রোগী বিঠু দাস। আহতদের প্রথমে বাগরু সিএইচসি-তে নিয়ে যাওয়া হয় এবং পরে জয়পুরের এসএমএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।