বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’র (JUP) প্রার্থী হওয়ার মাশুল দিতে হলো এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে। মালদার বৈষ্ণবনগর কেন্দ্রের প্রার্থী মুস্তারা বিবিকে তাঁর চাকরি থেকে বরখাস্ত বা সাসপেন্ড করার অভিযোগ উঠেছে। কালিয়াচক থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত মুস্তারার দাবি, হুমায়ুন কবীর তাঁর নাম ঘোষণা করার পরেই পুলিশ কোনো কারণ না দর্শিয়ে তাঁকে বসিয়ে দিয়েছে।
সাবেক তৃণমূল কর্মী মুস্তারা বিবি অবশ্য এতে দমে যেতে নারাজ। তাঁর স্পষ্ট বক্তব্য, “আগে তৃণমূল করতাম। কিন্তু হুমায়ুন সাহেব নাম ঘোষণার পর পুলিশ আমায় সাসপেন্ড করেছে। তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি তৃণমূলকে ভয় পাই না, মানুষের জন্য কাজ করব।” মুস্তারার স্বামী কুরবান আনসারিও সুর চড়িয়েছেন তৃণমূলের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, শাসকদল সংখ্যালঘুদের জন্য কিছুই করেনি, মালদার ৫২ শতাংশ মুসলিম ভোটারকে কেবল ব্যবহার করা হয়েছে।
মালদা জেলা পুলিশের তরফে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের মতে, সরকারি পদে কর্মরত থাকাকালীন সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া নিয়েই তৈরি হয়েছে আইনি জটিলতা। বালিগঞ্জের প্রার্থী বদলের পর এবার বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবির চাকরি যাওয়া নিয়ে হুমায়ুন কবীরের নতুন দল ঘিরে বিতর্ক আরও বাড়ল।