তুরস্কের রাজধানী আঙ্কারায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ আলী আহমাদ আল-হাদাদসহ মোট আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আঙ্কারা বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। লিবিয়ার সরকারি সূত্রে জানানো হয়েছে, কারিগরি বা প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
মৃতদের পরিচয়: দুর্ঘটনায় সেনাপ্রধান ছাড়াও লিবিয়ার স্থলবাহিনী প্রধান জেনারেল আল-ফিতৌরি ঘরাইবিল, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাউই এবং আরও দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। বিমানে থাকা তিন ক্রু সদস্যেরও মৃত্যু হয়েছে।
ক্ষতির গুরুত্ব: লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল-হামিদ ডবেইবা এই ঘটনাকে দেশের জন্য ‘বড় ক্ষতি’ হিসেবে বর্ণনা করেছেন। সেনাপ্রধান আল-হাদাদ লিবিয়ার বিভক্ত সামরিক বাহিনীকে একত্রিত করার জাতিসংঘের প্রচেষ্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা আলোচনা শেষ করে দেশে ফেরার পথেই এই বিপর্যয় ঘটে।