বিবাহবিচ্ছেদের পর একজন তালাকপ্রাপ্ত মুসলিম মহিলা বিয়েতে পাওয়া অর্থ ও সোনা ফেরত পাওয়ার অধিকারী—সম্প্রতি এমনটাই ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্ট যে রায়ে ওই মহিলার দাবি খারিজ করে দিয়েছিল, শীর্ষ আদালত সেই নির্দেশ বাতিল করেছে।
বিচারপতি সঞ্জয় কারোলের এবং বিচারপতি এন. কোটিশ্বর সিং-এর বেঞ্চ এই বিষয়ে মন্তব্য করে যে, হাইকোর্ট ‘মুসলিম মহিলা (বিবাহবিচ্ছেদে অধিকার রক্ষা) আইন, ১৯৮৬’-এর আইনি উদ্দেশ্যকে উপেক্ষা করে একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল। সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্ট এবং সেশনস কোর্ট কর্তৃক স্বীকৃত ওই মহিলার প্রাপ্য অর্থ ও গয়নার অধিকারকে পুনরায় বহাল করেছে।
এই রায়টি ২ ডিসেম্বর তারিখে প্রকাশিত হয়েছে এবং এটি রওশন আরা বেগম এবং তাঁর প্রাক্তন স্বামী এস.কে. সালাহউদ্দিনের মধ্যে দীর্ঘদিনের আইনি বিরোধের সঙ্গে সম্পর্কিত। এই দম্পতি ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ২০০৯ সালে তাঁরা আলাদা হয়ে যান। এরপর রওশন আরা ভরণপোষণ এবং আইপিসি-র ৪৯৮এ ধারায় মামলা করেন। ২০১১ সালের ডিসেম্বরে তাঁদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
বিবাহবিচ্ছেদের পর, রওশন আরা ১৯৮৬ সালের আইনের ধারা ৩-এর অধীনে একটি আবেদন করেন এবং ₹১৭.৬৭ লাখ টাকা দাবি করেন। এই দাবির মধ্যে ছিল দেনমোহর, একটি মোটা অঙ্কের অর্থ এবং ৩০ ভরি সোনা। তিনি আদালতকে জানান, তাঁর বিয়ের সময় তাঁর বাবা এই সবকিছু তাঁকে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এখন তিনি সেই সমস্ত অর্থ ও গয়না ফেরত পাওয়ার অধিকার পেলেন।