ঢাকায় পালিত হল আইটিইসি দিবস, ভারত-বাংলাদেশ বন্ধুত্বে সেতুবন্ধন গড়লেন ৫০০০-এর বেশি প্রাক্তনী

ভারত ও বাংলাদেশের মধ্যেকার দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের এক অনন্য চিত্র দেখা গেল সোমবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে। ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (ITEC) দিবস উদযাপিত হলো ভারতীয় হাইকমিশন এবং আইটিইসি অ্যালামনি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (IAAB) যৌথ উদ্যোগে। এই ‘মিলনমেলা’-য় যোগ দিলেন বাংলাদেশের প্রায় ১৫০ জন আইটিইসি প্রাক্তনী।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা দুই দেশের এই সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি পেশাদার ভারতে আইটিইসি-র অধীনে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। হাইকমিশনার আইটিইসি প্রাক্তনীদের ধন্যবাদ জানান, কারণ তাঁরা দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের কাজ করছেন। পাশাপাশি, প্রাক্তনীদের এক ছাতার তলায় আনার জন্য তিনি আইএএবি-রও প্রশংসা করেন।

এই গেট টুগেদারে আইটিইসি-র প্রাক্তনীরা ভারতে তাঁদের প্রশিক্ষণের অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরেন। এছাড়াও বিভিন্ন সংস্থার বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনের এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছিল, যা দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনকে ফুটিয়ে তোলে।

উল্লেখ্য, আইটিইসি প্রোগ্রামটি ভারতের বিদেশ মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ১৯৬৪ সালে শুরু হয়। এই কর্মসূচির মাধ্যমে বিশ্বের ১৬০টির বেশি দেশের পেশাদাররা ভারতে কৃষি, আইটি, জনস্বাস্থ্য, বিচারব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন-সহ ৩০০-রও বেশি ক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ পান।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy