দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)-এর অবিরত জল ছাড়া এবং রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে একাধিক জেলায় বন্যার আশঙ্কায় চরম সতর্কতা জারি করল নবান্ন। পরিস্থিতি পর্যালোচনা করতে আজ বিকেল সাড়ে ৪টেয় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব।
নবান্ন সূত্রে খবর, এই জরুরি ভার্চুয়াল বৈঠকে দক্ষিণবঙ্গের সব জেলাশাসক এবং একাধিক দফতরের সচিবকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সেই পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হবে।
কেন জরুরি বৈঠক?
ডিভিসি ইতিমধ্যেই প্রায় ৬৭ হাজার কিউসেক জল ছেড়েছে। এর ফলে নদী তীরবর্তী নিচু এলাকাগুলিতে জলস্তর বাড়তে শুরু করেছে। এর ওপর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রাজ্যে আরও ভারী বৃষ্টি হতে পারে। এই দুইয়ের সম্মিলিত প্রভাবে রাজ্যের একাধিক জেলা জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলি হলো:
জল ছাড়ার পর্যালোচনা: ডিভিসি কেন এত বিপুল পরিমাণ জল ছাড়ল, তার কারণ খতিয়ে দেখা।
বন্যা পরিস্থিতি: ডিভিসি-র জল এবং বৃষ্টির প্রভাবে রাজ্যের কোন কোন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, তার দ্রুত মূল্যায়ন।
পূর্বাভাস ও প্রস্তুতি: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস মোকাবিলায় জেলা প্রশাসনগুলির প্রস্তুতি।
সেচ দফতরকে নির্দেশ
পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে নবান্ন থেকে সেচ দফতরের সচিবকে অবিলম্বে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিভিসি-র জল ছাড়া এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দ্রুত সমীক্ষা করে পর্যালোচনা রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
ইতিমধ্যেই মুখ্যসচিব দক্ষিণবঙ্গের সব জেলাশাসককে সতর্ক থাকতে বলেছেন। মূলত ডিভিসি-র জল ছাড়ার দরুন সৃষ্ট পরিস্থিতি মোকাবিলার জন্যই এই বাড়তি সতর্কতা। নবান্ন বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সমস্তরকম প্রস্তুতি সেরে রাখতে চাইছে।