ডিজিটাল ইন্ডিয়ার পর এবার ‘রেল ইন্ডিয়া’! পটনা-ঔরঙ্গাবাদ রুটে বিকল্প পথ, কোন কোন জেলার সুবিধা?

দেশের রেল যাত্রীদের জন্য এল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। যাত্রী সুরক্ষার্থে দীর্ঘদিনের এক দাবি পূরণে উদ্যোগী হয়েছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। তৈরি হতে চলেছে ১১৭ কিমি দীর্ঘ নতুন রেললাইন, যা বিহটার সঙ্গে অনুগ্র নারায়ণ রোড জংশনের সরাসরি সংযোগ স্থাপন করবে।

এই বিশাল প্রকল্পের জন্য ইতিমধ্যেই রেলের (Indian Railways) তরফে অনুমোদন দেওয়া হয়েছে এবং অর্থও বরাদ্দ করা হয়েছে।

রেলমন্ত্রীর অনুমোদন ও নতুন রুট
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এই প্রকল্পের প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন। এই নতুন রেললাইনটির ফলে জেহানাবাদ, ঔরঙ্গাবাদ এবং পটনার যাত্রীরা প্রচুর সুবিধা পাবেন। ইস্ট সেন্ট্রাল রেলওয়েকে (East Central Railway) এই নতুন রেললাইন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে।

কোন কোন সুবিধা মিলবে?
এই নতুন রেললাইন তৈরির মূল লক্ষ্য হলো যাতায়াতের সময় কমানো এবং এই অঞ্চলের সামাজিক ও আর্থিক উন্নয়ন।

সরাসরি সংযোগ: এই প্রকল্পের ফলে পটনা থেকে অরবল এবং ঔরঙ্গাবাদের মধ্যে রেলপথে সরাসরি সংযোগ তৈরি হবে।

সময় কমবে: এতদিন এই অঞ্চলের যাত্রীদের পটনা থেকে মগধ যেতে গয়া এবং জেহানাবাদ হয়ে ঘুরপথে যেতে হতো। নতুন রেললাইন তৈরি হলে যাতায়াতের ক্ষেত্রে সময় অনেক কম লাগবে।

বিকল্প রুট: এই রেললাইন ডিডিইউ-পটনা-ঝাঝা মেল লাইন এবং ডিডিইউ-গয়া-কোভারমা লাইনের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ বিকল্প রুট তৈরি করবে। এর ফলে গন্তব্যস্থলে পৌঁছাতে আরও কম সময় লাগবে।

উল্লেখ্য, এর আগে অনুগ্র নারায়ণ রোড থেকে ঔরঙ্গাবাদ পর্যন্ত ১৩ কিমি দীর্ঘ রেললাইন নির্মাণের কাজও শুরু হয়েছিল। এবার নতুন করে ১১৭ কিমি রেললাইন তৈরির অনুমোদন মেলায় মগধ এবং শাহাবাদ অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের গতি আরও বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy