ভারতীয় দলের সব ফর্ম্যাটের ভরসা কুলদীপ যাদব যে সুযোগ পেলেই বিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামাতে পারেন, রবিবার দিল্লি টেস্টের তৃতীয় দিনে ফের তা প্রমাণিত হলো। অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে একাই ক্যারিবিয়ানদের মিডল অর্ডারে ধস নামালেন এই বাঁহাতি স্পিনার।
কুলদীপের ত্রিমুখী আঘাত:
রবিবার সকালে কুলদীপ যাদব একে একে তিন উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে কোণঠাসা করে দেন।
প্রথম শিকার: শাই হোপ (Shai Hope), যিনি ৫৭ বলে ৩৬ রান করে কুলদীপের বলে বোল্ড হয়ে যান।
দ্বিতীয় শিকার: টেভিন ইমল্যাশ (Tevin Imlach)। ক্যারিবিয়ান উইকেটকিপার-ব্যাটার ৬৭ বলে ২১ রান করে এলবিডব্লু হন।
তৃতীয় শিকার: জাস্টিন গ্রিভস (Justin Greaves)। তিনি ২০ বলে ১৮ রান করে আউট হন।
এরপর ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপে অষ্টম ধাক্কাটি দেন মহম্মদ সিরাজ। জোমেল ওয়ারিকান (Jomel Warrican) ৫ বলে ১ রান করে তাঁর বলে বোল্ড হয়ে যান।
ফলো-অন-এর মুখে ওয়েস্ট ইন্ডিজ:
প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২১৭ রান। ভারতের চেয়ে তারা এখনও ৩১০ রানে পিছিয়ে। ফলে এই পরিস্থিতিতে ভারতীয় দল দ্বিতীয় সেশনে দ্রুত বাকি দুই উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের ফলো-অন (Follow-on) করানোর পরিকল্পনা নিতে পারে। সেক্ষেত্রে বিরাট ব্যবধানে ইনিংসে জয়ের সম্ভাবনা তৈরি হবে টিম ইন্ডিয়ার।