জল্পনার অবসান! ফের ছোটপর্দায় দেখা যেতে চলেছে টলিউড কুইন মিমি চক্রবর্তীকে। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চ মাতাতে আসছেন তিনি। তবে সাধারণ কোনো পর্বে নয়, সিজন ২-এর জমজমাট ‘জানুয়ারি ফিনালে’-তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিমি।
মায়ের ইচ্ছেপূরণ করতেই সেটে মিমি!
মিমি চক্রবর্তী নিজেই জানিয়েছেন, এই শো-তে আসার পিছনে বড় অবদান তাঁর মায়ের। অভিনেত্রী বলেন, “আমার মা এই শো-এর নিয়মিত দর্শক। মা সবসময় বলতেন আমি কবে যাব? অবশেষে আসা হলো।” শুধু আড্ডা নয়, শো-এর প্রতিযোগীদের জীবনসংগ্রামের গল্প শুনে আপ্লুত মিমি। তাঁর মতে, বিনোদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে এই শো অনবদ্য।
২ লাখ টাকার পুরস্কার ও মিমির ড্যান্স ধামাকা
মাসিক ফিনালের এই বিশেষ পর্বে থাকছে বড় চমক। প্রতিযোগিতার বিজয়িনী এবার ঘরে নিয়ে যাবেন নগদ ২ লক্ষ টাকা। আর দর্শকদের জন্য বাড়তি পাওনা হিসেবে থাকছে মিমির সুপারহিট গান ‘দুষ্টু কোকিল’-এ তাঁর দুরন্ত ড্যান্স পারফরম্যান্স। সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে মিমির জমাটি রসায়ন এই পর্বকে আরও আকর্ষণীয় করে তুলবে।
বদলে যাচ্ছে শো-এর সময়
লক্ষ্মীলাভের দর্শকদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ আর সন্ধ্যা ৬টায় নয়, দেখা যাবে রাত ৭টায়।
তারকাদের ‘লক্ষ্মী ব্যাঙ্ক’
এই শো-এর একটি বিশেষ দিক হলো ‘লক্ষ্মী ব্যাঙ্ক’। সেলেব্রিটিরা এই খেলায় অংশ নিয়ে যে টাকা জেতেন, তা জমা হয় এই ব্যাঙ্কে। সেই জমানো টাকা তুলে দেওয়া হয় বাংলার সেইসব লড়াকু মায়েদের হাতে, যাঁরা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজেদের স্বপ্নপূরণ করতে চান।
মিমি চক্রবর্তীর উপস্থিতি আর মরণপণ লড়াইয়ের গল্প নিয়ে এই বিশেষ পর্বটি যে টিআরপি তালিকায় ঝড় তুলবে, তা বলাই বাহুল্য।