টিসিএস কর্মীর ফুটপাথে রাত কাটানোয় বিতর্ক, সংস্থার বিরুদ্ধে অভিযোগ

দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর এক কর্মীকে বেতন না পেয়ে পুণে অফিসের বাইরে ফুটপাথে রাত কাটাতে দেখা যাওয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সৌরভ মোরে নামের ওই কর্মীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর টিসিএস কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, টিসিএস-এর পুণে ক্যাম্পাসের বাইরে ফুটপাথে শুয়ে আছেন সৌরভ। তার সামনে রাখা একটি বোর্ডে লেখা, “আমার কাছে টাকা নেই। টিসিএসের বাইরের ফুটপাথেই আমি থাকতে বাধ্য হব।” ফোরাম অব আইটি এমপ্লয়িজ (FITE)-এর পক্ষ থেকে ছবিটি পোস্ট করার পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং টিসিএস-এর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

সৌরভের অভিযোগ, গত ২৯শে জুন তিনি অফিসে এসে দেখেন তার এমপ্লয়ি আইডি নিষ্ক্রিয় (inactive) করে দেওয়া হয়েছে এবং তার বেতনও আটকে দেওয়া হয়েছে। তিনি মানব সম্পদ বিভাগের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সুরাহা হয়নি। টাকা না থাকায় বাধ্য হয়ে তিনি ফুটপাথে থাকতে শুরু করেন।

এই ঘটনায় বিতর্কের মুখে পড়ে টিসিএস এক বিবৃতিতে জানায় যে, ওই কর্মী দীর্ঘদিন বিনা নোটিসে অনুপস্থিত ছিলেন। সংস্থার নিয়ম অনুযায়ী, এই ধরনের পরিস্থিতিতে তার বেতন আটকে যায়। টিসিএস আরও জানিয়েছে যে, এখন ওই কর্মী কাজে পুনর্বহালের দাবি করছেন। কর্তৃপক্ষ তার থাকার ব্যবস্থা করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।

এই ঘটনাটি একদিকে যেমন টিসিএস-এর মতো বড় সংস্থার কর্মীদের সঙ্গে আচরণের বিষয়ে প্রশ্ন তুলেছে, তেমনই কর্মক্ষেত্রে কর্মীদের অধিকার এবং কোম্পানির নীতির মধ্যেকার সংঘাতের দিকটিও তুলে ধরেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy