অবশেষে জল্পনার অবসান। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা আইসিসি টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, টিম বাংলাদেশের পরিবর্তে আসন্ন বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। বিসিবি-র অনড় মনোভাবের জেরে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
কেন বাদ পড়ল বাংলাদেশ?
গত কয়েকমাস ধরে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে। যার মূলে রয়েছে আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা। এরপরই নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে বিশ্বকাপ না খেলার হুমকি দিয়েছিল বাংলাদেশ সরকার ও বিসিবি।
-
শেষ সুযোগ হাতছাড়া: আইসিসি চেয়ারম্যান জয় শাহ-সহ শীর্ষ কর্তারা বিসিবি-কে সিদ্ধান্ত বদলানোর জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে খেলতে আসার কোনো নিশ্চয়তা দেয়নি।
-
প্রথা লঙ্ঘন: আইসিসি-কে জানানোর আগেই ঢাকা প্রেস ক্লাব থেকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করে দেন যে তাঁরা ভারতে খেলতে যাবেন না। এই আচরণকে আইসিসি ‘প্রথা লঙ্ঘন’ হিসেবে দেখছে।
সুযোগ পেল স্কটল্যান্ড, কাদের বিরুদ্ধে ম্যাচ?
র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের শূন্যস্থানে সুযোগ করে নিল স্কটিশরা। বিশ্বকাপের গ্রুপ পর্বে তাঁদের লড়াই হবে বেশ কঠিন:
-
৭ ফেব্রুয়ারি: প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ।
-
৯ ফেব্রুয়ারি: ইতালির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ।
-
১৪ ফেব্রুয়ারি (কলকাতা): ইডেন গার্ডেন্সে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
-
নেপাল বনাম স্কটল্যান্ড: গ্রুপের শেষ ম্যাচে মুম্বইয়ের মাটিতে খেলবে তারা।
আইসিসি-র কড়া বার্তা
বিসিবি আবেদন করেছিল বিশ্বকাপের ম্যাচগুলি ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দেয়, ভারতের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং টুর্নামেন্ট সরানো সম্ভব নয়। বাংলাদেশের এই ‘গোঁয়ার্তুমি’র ফলে শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট থেকে ছিটকে যেতে হলো শান্ত-মুস্তাফিজুরদের।