ঝাড়খণ্ড টু মুর্শিদাবাদ ভায়া আসানসোল, বাসে গাঁজা পাচারের ছক বানচাল, গোয়েন্দা জালে কারবারি

ঝাড়খণ্ড থেকে বাসে করে মুর্শিদাবাদে গাঁজা পাচারের বড়সড় ছক বানচাল করল আসানসোল উত্তর থানার পুলিশ ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। শনিবার বিকেলে আসানসোলের এইচএলজি মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মহম্মদ লাকিব নামে এক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পাচারকারীরা যাতে সহজে কারও নজরে না পড়ে, সেই জন্য পাবলিক বাসকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল। ঝাড়খণ্ড থেকে আসানসোল হয়ে এই বিপুল পরিমাণ মাদক মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃত লাকিবের। তবে আগেভাগেই গোপন সূত্রে খবর পেয়ে যায় গোয়েন্দা বিভাগ। সেই তথ্যের ভিত্তিতে সেনর‍্যালে রোডের এইচএলজি মোড়ে ওঁত পেতে বসেছিল পুলিশ। ঝাড়খণ্ড থেকে আসা বাসটি শহরে ঢুকতেই তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা-সহ লাকিবকে আটক করা হয়।

জেরায় জানা গিয়েছে, ধৃতের বাড়ি মুর্শিদাবাদে এবং সে দীর্ঘদিন ধরেই এই পাচারচক্রের সঙ্গে যুক্ত। ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানিয়েছেন, এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার তাকে আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এই পাচারচক্রের পেছনে আর কোনো প্রভাবশালী মাথা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy