জোড়া শতরানে রাইপুরে রানের পাহাড় গড়ল ভারত, কোহলির ৫৩তম ও রুতুরাজের প্রথম ওডিআই সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে জোড়া সেঞ্চুরির সুবাদে বড় রানের স্কোর গড়ল টিম ইন্ডিয়া। এক দিকে কেরিয়ারের প্রথম ওডিআই শতরান হাঁকিয়েছেন তরুণ রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), অন্য দিকে ঝোড়ো ইনিংস খেলে এটিএমের মতো আরও একটি সেঞ্চুরি (৫৩তম) করে নিজের বর্ণময় কেরিয়ারকে সমৃদ্ধ করলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই দুই ব্যাটারের আলোয় প্রাথমিক ধাক্কা কাটিয়ে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান তুলল ভারত।

সিরিজ জয়ের লক্ষ্যে এদিন টস ভাগ্য সঙ্গ না দিলেও, ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন ‘কিং কোহলি’ এবং রুতুরাজ।

প্রাথমিক ধাক্কা ও রুতুরাজের শতরান:

টস হেরে প্রথম ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার রোহিত শর্মা (১৪) এবং যশস্বী জয়সওয়াল (২২)-এর উইকেট দ্রুত হারানোর পর ইনিংসের হাল ধরেন কোহলি এবং রুতুরাজ।

  • বিশাল পার্টনারশিপ: দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়ে তৃতীয় উইকেটে তাঁরা দু’জনে ১৯৫ রানের একটি বিশাল পার্টনারশিপ গড়েন।

  • রুতুরাজের মাইলফলক: ঝোড়ো ব্যাটিংয়ে কোহলির আগেই তিন অঙ্কের রানে পৌঁছান ২৮ বছর বয়সী রুতুরাজ। মাত্র ৭৭ বলে কেরিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৮৩ বলে ১০৫ রানের ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ১২টি চার ও দু’টি ছক্কা

কোহলির টানা দ্বিতীয় শতরান:

রুতুরাজ আউট হওয়ার ঠিক পরপরই টানা দ্বিতীয় ওয়ান-ডে সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

  • নজির স্পর্শ: আন্তর্জাতিক ক্রিকেটে এটি কোহলির ৮৪তম সেঞ্চুরি এবং ওডিআইতে ৫৩তম শতরান। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি ওয়ান-ডে’তে সর্বাধিক ৩৪টি ভিন্ন ভেন্যুতে তিন অঙ্কের রান ছুঁয়ে সচিন তেন্ডুলকরের নজিরও স্পর্শ করলেন।

  • ইনিংস: ৯৩ বলে ১০২ রান করে তিনি লুঙ্গি এনগিদির শিকার হন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও দু’টি ছক্কা

রাহুল-জাদেজার ফিনিশিং টাচ:

শেষ দিকে ষষ্ঠ উইকেটে কেএল রাহুল (KL Rahul) এবং রবীন্দ্র জাদেজার অবিভক্ত ৬৯ রানের ঝোড়ো জুটি ভারতকে সাড়ে তিনশো পার করে দেয়। রাহুল মাত্র ৪৩ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৬ রান করেন। জাদেজা ২৪ রানে অপরাজিত থেকে যান।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে করবিন বশ ৮ ওভারে ৭৯ রান খরচ করেন। মার্কো জানসেন ১০ ওভারে ৬৩ রান দিয়ে জোড়া উইকেট নিলেও রান আটকানো সম্ভব হয়নি। সিরিজ বাঁচাতে প্রোটিয়াদের সামনে এখন ৩৫৯ রানের বিশাল লক্ষ্য।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy