শ্রীনগরের জাকলাই রেজিমেন্ট সেন্টারে আজ এক আবেগঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭১১ জন অগ্নিবীরের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হলো। ৩১ সপ্তাহের কঠোর ও নিবিড় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর এই তরুণ সৈন্যরা আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনাবাহিনীর অংশ হলেন।
জাকলাই রেজিমেন্টের ঐতিহ্যবাহী মূলমন্ত্র “বলিদানম বীর লক্ষণম” (ত্যাগই বীরত্বের প্রতীক) এই নব্য সৈনিকদের সাহস ও দেশপ্রেমকে নতুন করে প্রতিষ্ঠা করল। প্রশিক্ষণের সময়, এই অগ্নিবীররা ‘অপারেশন সিন্দুর’-এর মতো জটিল যুদ্ধ-পরিস্থিতির মহড়া প্রত্যক্ষ করার সুযোগ পান, যা জাতির সেবার জন্য তাদের আবেগ ও সংকল্পকে আরও দৃঢ় করেছে।
এই সৈন্যদের অধিকাংশই কাশ্মীর অঞ্চলের বাসিন্দা। এখন থেকে তাঁরা সিয়াচেনের বরফের চূড়া থেকে শুরু করে দেশের বিভিন্ন কঠিনতম ভূখণ্ডে দেশের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার গুরুদায়িত্ব পালন করবেন।
প্যারেডে উপস্থিত ছিলেন গর্বিত অভিভাবক ও আত্মীয়স্বজনরা। ছেলেদের ভারতীয় সেনার পোশাকে দেখে তাঁদের চোখেমুখে আনন্দ ও গর্বের ছাপ ছিল স্পষ্ট। তাঁরা তাঁদের ছেলেদের দেশের প্রতি কর্তব্য এবং নিরাপত্তায় আত্মনিবেদনের পরামর্শ দেন। এই দৃশ্য কাশ্মীরি তরুণদের মধ্যে দেশপ্রেমের গভীর আবেগকে প্রতিফলিত করে।