জমি দুর্নীতি মামলায় ফের সাজা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে! ৫ বছরের কারাদণ্ড ঘোষণা, বোন ও ভাগ্নিও দোষী সাব্যস্ত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার জমি দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডের সাজা শোনালো ঢাকার ৪ নম্বর বিশেষ আদালত। শুধু হাসিনা নন, এই মামলায় তাঁর বোন শেখ রেহানাকে ৭ বছরের এবং বোনঝি, ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিকিকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মহম্মদ রবিউল আলম এই সাজা ঘোষণা করেন।

দুর্নীতির অভিযোগ:

অ্যান্টি কোরাপশন কমিশন (ACC)-এর অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা রাজধানী ঢাকার পূর্বাচলে নিউটাউন প্রকল্পে প্লট বিতরণে দুর্নীতি করেছেন।

পদ্ধতি: হাসিনা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর শীর্ষ আধিকারিকদের সাহায্যে সেক্টর ২৭-এ ১০ কাঠার ৬টি প্লট বেআইনিভাবে তাঁর ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে করে দেন।

পরিবারের সদস্য: এই তালিকায় তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও রয়েছেন, যাঁদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

আদালতের রায় ও পূর্বের সাজা:

গত ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে হাসিনার বিরুদ্ধে ACC মোট ৬টি পৃথক মামলা দায়ের করে। এদিন তার চতুর্থ মামলায় সাজা ঘোষণা করা হলো।

কারাদণ্ড: গত ৩১ জুলাই এই মামলায় হাসিনা, রেহেনা, জয়, পুতুল এবং টিউলিপ-সহ মোট ২৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এর আগে গত ২৭ নভেম্বর, তিনটি পৃথক মামলায় হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড এবং জয় ও পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

অন্যান্য দোষী: একই সঙ্গে, গত ২৭ নভেম্বর প্রাক্তন আবাস মন্ত্রী শরিফ আহমেদ এবং আবাস মন্ত্রকের অন্যান্য আধিকারিক-সহ আরও ২০ জনকে কারাবাসের সাজা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর মানবতা বিরোধী অপরাধে দোষী প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT-BD) হাসিনা-কে মৃত্যুদণ্ড দিয়েছে।

রাজনৈতিক পটভূমি:

২০২৪ সালের ৫ আগস্ট ব্যাপক ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঢাকা থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নেন। এরপর অন্তর্বর্তী প্রশাসন তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য তোড়জোড় শুরু করে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy