বন্ধুর জন্মদিনের আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। ভোররাতে পার্টি সেরে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের মেয়ে প্রেরণা বচ্চন। এই মর্মান্তিক ঘটনায় প্রেরণাসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সোয়া ৫টা নাগাদ ইন্দোরের তেজাজি নগর থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
গতিই কেড়ে নিল প্রাণ?
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বন্ধু প্রখর কাশলিওয়ালের জন্মদিন উপলক্ষে মোহাওতে পার্টি করতে গিয়েছিলেন প্রেরণা ও তাঁর বন্ধুরা। সারারাত হুল্লোড় শেষে ভোরে টাটা নেক্সন গাড়িতে চেপে ইন্দোরে ফিরছিলেন তাঁরা। তালামণ্ডল এলাকা পেরিয়ে বাইপাসে ওঠার মুখে প্রচণ্ড গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে।
গ্যাস কাটার দিয়ে উদ্ধার দেহ
ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, নতুন মডেলের টাটা নেক্সন গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে লোহার দলা পাকিয়ে যায়। পুলিশ জানায়:
-
ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে প্রেরণা বচ্চন, প্রখর কাশলিওয়াল এবং মানু সান্ধুর।
-
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁদের চতুর্থ বন্ধু অনুষ্কা রাঠি।
-
পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, ক্রেন দিয়ে গাড়িটিকে সরিয়ে গ্যাস কাটার দিয়ে কেটে দেহগুলি উদ্ধার করতে হয়।
শোকের ছায়া রাজনৈতিক মহলে
মেয়ের মৃত্যুর খবর পেয়েই ইন্দোরের উদ্দেশে রওনা দিয়েছেন ভেঙে পড়া প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চন। হাসপাতালে পৌঁছেছেন কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোরের কুয়াশা বা প্রচণ্ড গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করতে এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে ইন্দোর পুলিশ।