চিংড়িঘাটার মেট্রো স্তম্ভ জট কাটাতে ফের হাইকোর্টের নির্দেশ! বেলেঘাটা-গৌরকিশোর ঘোষ স্টেশনের মাঝে তিনটি স্তম্ভ নিয়ে রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষকে বৈঠকে বসার নির্দেশ।

ই-এম বাইপাসের চিংড়িঘাটায় নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের কাজ নিয়ে তৈরি হওয়া তিনটি স্তম্ভ নির্মাণের জট কাটাতে কলকাতা হাইকোর্ট আবার বৈঠক করার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশে এই তিনটি স্তম্ভ নির্মাণ নিয়ে দীর্ঘ দিন ধরে জটিলতা চলছে।

হাইকোর্টের নির্দেশিকা

আদালত নির্দেশ দিয়েছে যে, মেট্রো কর্তৃপক্ষ এবং নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) সঙ্গে রাজ্যের কোন কোন দফতর এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবে, তা শুক্রবার আদালতের কাছে জানাতে হবে রাজ্যকে।

পূর্বের বৈঠকের স্থান মেট্রো ভবনেই পুণরায় এই বৈঠক করা হবে। তবে, এই বৈঠক কবে অনুষ্ঠিত হবে, সেই সময়সূচি আদালতই ঠিক করে দেবে।

এই নির্দেশের মাধ্যমে হাইকোর্ট দ্রুত মেট্রো প্রকল্পের কাজ শেষ করার দিকে জোর দিল বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy