“ঘরের শত্রু বিভীষণ?”-ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির নেপথ্যে কি পুরনো কর্মীরা? বাড়ছে রহস্য

শীতের রাতের অন্ধকারে অপারেশন! টিনের চাল কেটে ওষুধের দোকানে ঢুকে ক্যাশবাক্স সাফ করে চম্পট দিল দুষ্কৃতী দল। বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জ়োন এলাকার কণিষ্ক রোডে এই চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে নিছক চুরি নয়, চোরেরা এতটাই পেশাদার যে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে গিয়েছে সিসিটিভি (CCTV)-র হার্ডডিস্কও!

যেভাবে নজরে এল চুরির ঘটনা

দোকান মালিক কল্লোল ভট্টাচার্য জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে নিয়মমতো দোকান বন্ধ করে কর্মচারীরা বাড়ি চলে যান। শুক্রবার সকালে রাধাগোবিন্দ মুখোপাধ্যায় নামে এক কর্মচারী দোকান খুলতে এসে দেখেন সব লণ্ডভণ্ড। উপরের টিনের চাল কাটা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান মালিক এবং দুর্গাপুর থানার পুলিশ।

অতি-চালাক চোর, হার্ডডিস্কও উধাও!

তদন্তে নেমে পুলিশ দেখেছে, দুষ্কৃতীরা দোকানের ক্যাশবাক্স এবং বিভিন্ন ড্রয়ার থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, চোরেরা যাতে ধরা না পড়ে, সেই জন্য দোকানের সিসিটিভি ক্যামেরার সমস্ত ফুটেজ রেকর্ড হওয়া হার্ডডিস্কটি সঙ্গে করে নিয়ে গিয়েছে। এর থেকেই পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা বেশ ঝানু এবং পরিকল্পনামাফিক এই অপারেশন চালিয়েছে।

সন্দেহের তির পুরনো কর্মীদের দিকে

দোকান মালিক কল্লোলবাবুর দাবি, এই চুরির নেপথ্যে দোকানের ভেতরের কোনো খবরের যোগসূত্র থাকতে পারে। তিনি পুলিশকে জানিয়েছেন:

  • গত এক মাসের মধ্যে তাঁর দোকান থেকে তিনজন কর্মী কাজ ছেড়ে চলে গিয়েছেন।

  • দোকানের কোথায় টাকা রাখা হয় বা সিসিটিভি সেট-আপ কোথায়, তা ওই কর্মীদের নখদর্পণে ছিল। পুরনো কর্মীদের ওপর সন্দেহের এই তালিকায় গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy