জাতীয় দলে ধারাবাহিকভাবে সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেটে খেলা আবশ্যক—বিসিসিআই-এর এই ‘ফতোয়া’ মেনে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সাম্প্রতিক সময়ে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা গিয়েছিল। এবার সেই পথেই হাঁটছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। আগামী ১ নভেম্বর থেকে মুম্বই বনাম রাজস্থান ম্যাচে মুম্বইয়ের জার্সিতে তাঁকে ফের দেখা যাবে।
অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে আসা জয়সওয়াল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নিজেকে প্রস্তুত করতে রঞ্জি ট্রফিতে নামছেন। মে মাসের পর এই প্রথমবার মুম্বইয়ের জার্সিতে তাঁকে খেলতে দেখা যাবে।
ব্রাত্য থাকার ক্ষোভ! রাহানের বিস্ফোরক মন্তব্য
এদিকে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করার পরেও জাতীয় দলে সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ ব্যাটার অজিঙ্ক রাহানে। ছত্তিশগড়ের বিরুদ্ধে ১৫৯ রানের দুরন্ত ইনিংস খেলার পরই তিনি বিস্ফোরক মন্তব্য করেন।
ডানহাতি এই ব্যাটার বলেন:
“আমার কাজ আমি করে যাব। আমি ফের দেশের হয়ে খেলতে চাই। তার জন্যই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছি। রান করার চেষ্টা করছি। এরপরও যদি সুযোগ না পাই, তাহলে আমি যে দলের হয়ে খেলছি, সেই দলের হয়েই পারফর্ম করে দলকে জেতাতে চাইব।”
জাতীয় দলের অভিজ্ঞ প্লেয়ারদের ঘরোয়া ক্রিকেটে খেলার গুরুত্ব বোঝাতে গিয়েও তাঁর এই মন্তব্য ক্রিকেট মহলে নতুন জল্পনা সৃষ্টি করেছে।
ইডেন গার্ডেন্সে শামি-জাদু
অন্যদিকে, রঞ্জি ট্রফিতে ইডেন গার্ডেন্সে গুজরাতের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে বাংলা ক্রিকেট দল। এই ম্যাচে নজর কেড়েছেন পেসার মহম্মদ শামি।
শামির পারফরম্যান্স: দুই ইনিংস মিলিয়ে তিনি মোট আটটি উইকেট শিকার করেন।
সংকেত: তাঁর এই পারফরম্যান্স থেকেই পরিষ্কার যে তিনি এখনও সম্পূর্ণ ফিট এবং জাতীয় দলে ফেরার জন্য মুখিয়ে আছেন।
জাতীয় দলের খেলোয়াড়দের রঞ্জি ট্রফিতে উপস্থিতি, একদিকে যেমন তরুণদের খেলার মান বাড়াচ্ছে, তেমনই অন্যদিকে অভিজ্ঞদের লড়াই নতুন করে সামনে আনছে।