দেশে ফের রেল দুর্ঘটনা। এবার সেমি হাই-স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারাল চারজন নাবালক। শুক্রবার ভোর ৪টে নাগাদ বিহারের পূর্ণিয়া জেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। রেললাইন পারাপার করার সময় দ্রুতগতিতে আসা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ৪ জনের।
পূর্ণিয়া জংশন স্টেশনের কাটিহার-যোগবাণী সেকশনে ভোরবেলা এই দুর্ঘটনা ঘটে। প্রত্যেকেই ১৪ থেকে ১৮ বছর বয়সী ৫ জন কিশোর রেললাইন পারাপার করছিল। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে ঘন অন্ধকার ছিল এবং আবহাওয়াও কিছুটা খারাপ ছিল।
পূর্ণিয়া জংশনের স্টেশন ম্যানেজার মুন্না কুমার জানিয়েছেন, “৫ জন কিশোর কাটিহার-যোগবাণী সেকশনে লাইন পারাপার করছিলেন। এলাকা অন্ধকার ছিল। আবহাওয়াও খারাপ ছিল। ফলে দ্রুতগতিতে আসা ট্রেন দেখতে পাননি তারা।”
বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় ৪ জন কিশোর ঘটনাস্থলেই মারা যায়। বাকি ১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে সঙ্গে সঙ্গে পূর্ণিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ, আহতদের চিকিৎসার নির্দেশ
এই মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, “পূর্ণিয়া জংশন স্টেশনে বন্দে ভারত ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আহত কিশোরের দ্রুত আরোগ্য কামনা করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে নিহতদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”
পাশাপাশি, আহত কিশোরের চিকিৎসার জন্য সমস্ত প্রয়োজনীয় বন্দোবস্ত করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। অল্পবয়সী চারজনের এমন আকস্মিক মৃত্যুতে পূর্ণিয়া জেলায় শোকের ছায়া নেমে এসেছে।