গোয়েন্দার খোলস ছেড়ে এবার ভূতের গল্পে জয়দীপ! ‘নিশির ডাক’-এ নেতিবাচক চরিত্রে পর্দা কাঁপাবেন মৈনাক!

ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা ও ওটিটি, সবেতেই নজর কেড়েছেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে অল্প সময়ের জন্য তাঁর চরিত্রটি দর্শকের মনে দাগ কেটেছিল। এবার এই অভিনেতা ফের একবার ফিরছেন ওটিটি প্ল্যাটফর্মে। হইচই-এর আসন্ন ভৌতিক সিরিজ ‘নিশির ডাক’-এ এক গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে।

গোয়েন্দা থেকে ভৌতিক: জয়দীপের নতুন চ্যালেঞ্জ
এই সিরিজের প্রধান আকর্ষণ হলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। ‘একেন বাবু’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে তিনি গোয়েন্দা গল্পের সঙ্গে দর্শকদের এক মজাদার সম্পর্ক তৈরি করেছেন। তবে এবার সেই চেনা ছক ভাঙছেন পরিচালক। রহস্যের জগৎ থেকে বেরিয়ে জয়দীপ এবার ভৌতিক ঘরানার গল্পে হাত পাকাচ্ছেন। বড়পর্দা নয়, ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর মাধ্যমেই এই নতুন পথে হাঁটা শুরু করছেন তিনি। তাঁর ফ্রেমে এবার ধরা দেবে গা ছমছমে কিছু মুহূর্ত।

‘নিশির ডাক’-এর গল্প আবর্তিত হয়েছে পাঁচ বন্ধুকে ঘিরে। ঘুরতে গিয়ে তারা এক অজানা ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হয়। কীভাবে তারা সেখান থেকে নিজেদের উদ্ধার করবে, তাই নিয়েই এই সিরিজ। এখানে দুই ভিন্ন সময়কালের গল্পও উঠে আসবে।

নেতিবাচক চরিত্রে মৈনাক
সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং সৃজা দত্ত। এই সিরিজেই ক্যামিও চরিত্রে দেখা যাবে মৈনাক বন্দ্যোপাধ্যায়কে। গল্পে তিনি একটি গানের দলের সঙ্গে যুক্ত। তবে তাঁর অভিনীত এই চরিত্রটি স্বভাবের দিক থেকে মোটেও সুবিধার নয়—একটি নেতিবাচক চরিত্রে তিনি এবার কী কাণ্ড ঘটান, তা জানতে ১৭ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

উৎসবের মরশুমে জমজমাট আয়োজন
যদিও এই সিরিজের ঘোষণা আগেই হয়েছিল এবং সুরঙ্গনা ও সৃজার চরিত্রের প্রথম ঝলক সামনে এসেছে, তবে বাকি চরিত্রদের নিয়ে এখনও রহস্য ধরে রেখেছেন পরিচালক। জানা যাচ্ছে, ‘নিশির ডাক’ শুধু অতিপ্রাকৃতিক গল্প বলবে না, এর সঙ্গে মিশে থাকবে বন্ধুত্বের গল্প এবং দুই সময়কালের আখ্যান। সব মিলিয়ে জয়দীপের এই নতুন আয়োজন বেশ জমাটি হতে চলেছে।

অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন সব সিরিজ এবং বহু প্রতীক্ষিত সিরিজের নতুন সিজন বা ফাইনাল সিজন। হইচই-এর এই উৎসবের বিশেষ লাইন-আপে থাকছে জনপ্রিয় সিরিজের সমাপ্তি, তারকাদের প্রত্যাবর্তন এবং নতুন নির্মাতাদের তাজা গল্পের ঝুলি। এই সাংস্কৃতিক ভোজের অংশ হিসেবে আগামী ১৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘নিশির ডাক’।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy