গঙ্গাসাগর মেলার ঢাকে কাঠি, শুরু হলো আরতি উৎসব! নদীর বুকে হাজার প্রদীপ ভাসিয়ে ‘মায়াবী দৃশ্য’ তৈরি করলো কাকদ্বীপ

কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে হুগলি নদীর বুকে ভাসল হাজার হাজার প্রদীপ। এই মনোরম ও ‘মায়াবী দৃশ্য’ চাক্ষুষ করতে কাকদ্বীপের লট এইটে ভিড় জমালেন কয়েক হাজার স্থানীয় মানুষ ও পুণ্যার্থী। প্রবল ভক্তি ও উৎসাহ নিয়ে প্রতিবছর এই উৎসব পালন করা হয়।

নদীর বুকে একসঙ্গে হাজার হাজার প্রদীপ ভাসমান অবস্থায় এক সুন্দর ও অদ্ভুত মুহূর্তের সৃষ্টি করে, যা দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। সুনীল দাস নামে এক স্থানীয় ব্যক্তি বলেন, “প্রতিবছর আমরা এখানে আসি। গঙ্গায় প্রদীপ ভাসানো হয়। গঙ্গা আরতি হয়। ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজোও হয়।”

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি:

আর মাত্র কয়েকমাস পরই শুরু হবে গঙ্গাসাগর মেলা। সেই মেলা উপলক্ষ্যে কলকাতার বাবুঘাট থেকে বজবজ, ফলতা হয়ে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ হয়ে সাগর পর্যন্ত এইরকম পুজোর আয়োজন শুরু হয়েছে। এই পুজো ও গঙ্গারতি এখন চলবে। সাধারণ মানুষজনের মধ্যে এই নিয়ে বিপুল উৎসাহ থাকে এবং গঙ্গাসাগর মেলার সময় এই গঙ্গারতি সাগরে গিয়ে শেষ হবে।

তবে কাকদ্বীপের গঙ্গারতির সূচনা যেন সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে। হুগলি নদীর বক্ষে দীর্ঘক্ষণ এই প্রদীপ ভাসমান অবস্থায় ছিল, যা লট এইটের নদীর পাড়ে উপস্থিত বহু পুণ্যার্থী ও পর্যটকের নজর কেড়ে নেয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy