সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একটি শিশুকন্যাকে মুখে গামছা বেঁধে রাস্তার ধারের একটি গাছে নিঃসাড়ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, শিশুটির বাবা আওয়ামি লিগের সমর্থক হওয়ায় ‘সন্ত্রাসী গোষ্ঠী’ তাকে নৃশংসভাবে হত্যা করেছে। কিন্তু ‘বুম’ (BOOM)-এর তথ্য যাচাইয়ে উঠে এসেছে এক সম্পূর্ণ ভিন্ন এবং স্বস্তিদায়ক সত্য।
অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি কোনো বাস্তব হত্যাকাণ্ডের ঘটনা নয়, বরং এটি ‘বিনোদনের উদ্দেশ্যে’ তৈরি একটি সাজানো ভিডিও। ভিডিওটি ‘সুজন কমেডি’ নামক একটি ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়েছিল। সংশ্লিষ্ট ভিডিও নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন যে, ভিডিওতে থাকা শিশুটি তাঁর নিজের মেয়ে এবং সে সম্পূর্ণ সুস্থ ও সুরক্ষিত আছে। অভিনয়টি নিছক নাটকের খাতিরে করা হয়েছিল। ভুল ব্যাখ্যার আশঙ্কায় ফেসবুক কর্তৃপক্ষ ইতিপূর্বেই মূল ভিডিওটি সরিয়ে দিয়েছে। সুতরাং, রাজনৈতিক প্রতিহিংসার জেরে শিশুকে হত্যার এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব।