বড়দিনের আগেই আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে অ্যালেন পার্ক—শহরের বাতাসে এখন উৎসবের আমেজ। কিন্তু ২৫ ডিসেম্বরের জনসুনামি সামলাতে কার্যত কেল্লা তৈরি করছে লালবাজার। আজ বুধবার, ক্রিসমাস ইভ থেকেই শহরে শুরু হচ্ছে কড়া যান নিয়ন্ত্রণ। উৎসবের ভিড়ে যাতে সাধারণ মানুষকে নাকাল হতে না হয়, তার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
লালবাজারের তরফে জানানো হয়েছে, বুধবার বিকেল ৪টে থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিটে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। বড়দিনের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে এই নিয়ম ফের কার্যকর হবে।
পণ্যবাহী গাড়ি: বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ময়দানমুখী রাস্তায় কোনো পণ্যবাহী গাড়ি ঢুকতে পারবে না।
বিকল্প রুট: এজেসি বসু রোড, স্ট্র্যান্ড রোড ও ধর্মতলা চত্বরে যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজন অনুযায়ী গাড়ি অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে।
ওয়ান ওয়ে (একমুখী রাস্তা): শেক্সপিয়র সরণি, হো চি মিন সরণি, মিডলটন স্ট্রিট এবং লিটল রাসেল স্ট্রিটে যান চলাচল একমুখী রাখা হবে।
কোথায় গাড়ি পার্কিং নিষিদ্ধ?
উৎসবের দিন রাস্তায় যানজট এড়াতে একগুচ্ছ রাস্তাকে ‘নো পার্কিং জোন’ ঘোষণা করা হয়েছে:
পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, মিডলটন স্ট্রিট, রাসেল স্ট্রিট ও রফি আহমেদ কিদওয়াই রোড।
এছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, বিরলা তারামণ্ডল এবং কালীঘাট মন্দির চত্বরেও গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে কড়াকড়ি থাকবে।
নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে তিলোত্তমাকে
ভিড় সামলাতে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকছেন কয়েক হাজার পুলিশ কর্মী। নিরাপত্তার দায়িত্বে থাকছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা।
নজরদারি: ওয়াচ টাওয়ার থেকে নজরদারির পাশাপাশি ওড়ানো হবে ড্রোন।
সাদা পোশাকের পুলিশ: ইভ টিজিং বা অপ্রীতিকর ঘটনা রুখতে ভিড়ের মাঝে মিশে থাকবে সাদা পোশাকের পুলিশ ও মহিলা উইনার্স টিম।
যাতায়াত বিধি: পথচারীদের জন্য নির্দিষ্ট এন্ট্রি ও এক্সিট পয়েন্ট করা হয়েছে। অ্যালেন পার্ক পর্যন্ত হেঁটে গিয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যেতে হবে, কোথাও জটলা করা যাবে না।