কামারপুকুরে মিশনের অতিথি নিবাসে ১০ কোটি টাকা অনুদান ঘোষণা, সর্বধর্ম সমন্বয়ের বার্তা মমতার

হুগলির বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনে যান। সেখানে তিনি একটি অতিথি নিবাস এবং পার্কিং লটের উদ্বোধন করেন। একইসঙ্গে, মঠের উন্নয়নের জন্য ১০ কোটি টাকা অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তাঁর সর্বধর্ম সমন্বয়ের বাণীর কথা স্মরণ করেন। তিনি বলেন, “হিন্দু ধর্ম বোঝার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই। এখানেই শ্রীরামকৃষ্ণ, শ্রী মা সারদাদেবী এবং স্বামী বিবেকানন্দের কর্মক্ষেত্র। এই কামারপুকুরে এলেই তা উপলব্ধি করা যাবে।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে, তাঁরা যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে গেছেন, তা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেন, “মনে রাখবেন, তাঁরা যে ভাষায় কথা বলতেন, তা কিন্তু বাংলা ভাষাই।” এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি বাংলা ও বাঙালি সংস্কৃতির প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনে স্থানীয় মানুষজন এবং মঠের সন্ন্যাসীরা খুশি হয়েছেন। মঠের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুদান আশ্রমের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহায়তা করবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy