কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে হাইল্যান্ড ক্রিক ট্রেল এলাকা থেকে ভারতীয় গবেষক শিভক অবস্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এটিকে হত্যাকাণ্ড হিসেবেই তদন্ত করছে। টরেন্টোয় ভারতীয় কনস্যুলেট এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে। অন্যদিকে, আলবার্টার এডমনটনে প্রশান্ত শ্রীকুমার (৪৪) নামে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। অভিযোগ, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেলেও তাঁকে প্রায় ৮ ঘণ্টা জরুরি বিভাগে অপেক্ষা করিয়ে রাখা হয়। বারবার যন্ত্রণার কথা জানালেও তাঁকে কেবল প্যারাসিটামল দিয়ে বসিয়ে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসার সুযোগ পাওয়ার আগেই হাসপাতালের মাটিতে লুটিয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এই দুই ঘটনায় কানাডায় বসবাসকারী ভারতীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।
Home
OTHER NEWS
কানাডায় ঘাতকের গুলি বনাম হাসপাতালের অবহেলা! দুই ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যুতে ঘনীভূত রহস্য ও ক্ষোভ