কাদের নাম তালিকা থেকে বাদ পড়ল? ৭ কোটি ৪২ লক্ষ ভোটারের ফাইনাল লিস্ট প্রকাশ; অনলাইনে চেক করুন এক ক্লিকে

অবশেষে জল্পনার অবসান! পূর্ব ঘোষণা অনুযায়ী, বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে চলেছিল ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া। এই চূড়ান্ত তালিকা অনুযায়ী, আসন্ন বিধানসভা নির্বাচনে মোট ৭ কোটি ৪২ লক্ষ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

কমিশন সূত্রে জানা গেছে, এই নিবিড় পরিমার্জন প্রক্রিয়ার আগে (২৪ জুন পর্যন্ত) বিহারে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৮৯ লক্ষ। ‘অযোগ্য’ ভোটারদের নাম বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে এই বিশেষ পরিমার্জন শুরু হয়।

যেভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল
প্রাথমিক বাদ: গত ২৪ জুন থেকে ১ আগস্ট পর্যন্ত স্পেশাল ইনটেন্সিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ৬৫ লক্ষ ‘অযোগ্য’ ভোটারের নাম বাদ দিয়ে ১ অগাস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এতে ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ২৪ লক্ষ।

চূড়ান্ত ঝাড়াই-বাছাই: এরপর অভিযোগ ও দাবি খতিয়ে দেখার পর্বে আরও ৩ লক্ষ ৬৬ হাজার অযোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।

অন্যদিকে, যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্তির আবেদনের ভিত্তিতে ২১ লক্ষ ৫৩ হাজার নতুন ভোটারের নাম খসড়া তালিকায় যুক্ত করা হয়।

এই সামগ্রিক প্রক্রিয়ার শেষে, বিশেষ নিবিড় পরিমার্জন শেষে বিহারে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪২ লক্ষের কাছাকাছি। অর্থাৎ, আগের তালিকা থেকে প্রায় ৪৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে।

তালিকা কীভাবে দেখবেন?
চূড়ান্ত ভোটার তালিকার কপি ইতিমধ্যেই বিহারের স্বীকৃত ১২টি রাজনৈতিক দলকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সাধারণ ভোটাররাও কমিশনের অফিসিয়াল পোর্টালে এই তালিকা দেখতে পাবেন।

ভোটাররা https://voters.eci.gov.in ওয়েবসাইটে ক্লিক করলেই অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকা দেখতে পাবেন।

যোগ্যদের জন্য এখনও সুযোগ আছে
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, ভারতীয় সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ অনুযায়ী শুধুমাত্র যোগ্য ভোটাররাই যেন তালিকায় থাকেন, সেই লক্ষ্যেই এই কঠোর পরিমার্জন করা হয়েছে।

তবে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা একটি নিরন্তর প্রক্রিয়া। তাই, এখনও যোগ্য ভোটারদের নাম তোলার সুযোগ রয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিনের দশ দিন আগে পর্যন্ত নিয়ম মেনে সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে আবেদন জানালে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে।

এছাড়াও, চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরেও যদি কারও কোনো অভিযোগ থাকে, তবে তিনি প্রথমে জেলা নির্বাচনী আধিকারিক এবং পরে সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-এর কাছে আপিল করতে পারবেন। কমিশনের নির্দেশক্রমে বিহারের ৩৮টি জেলার জেলাশাসক, ইআরও, বিএলও এবং রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) সম্মিলিত প্রচেষ্টায় এই বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy