আধার-ভোটার কার্ড সব থাকা সত্ত্বেও শেষ রক্ষা হলো না। এসআইআর (SIR) প্রক্রিয়ায় নথির গরমিল এবং শুনানির আতঙ্কে প্রাণ হারালেন এক বৃদ্ধা। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লেদারঘাট গ্রামের ৬৫ বছর বয়সি রহিমা বিবির মৃত্যুতে এখন উত্তাল এলাকা। পরিবারের স্পষ্ট দাবি, শুনানিতে ২০০২ সালের নথি দেখাতে না পারার চরম উদ্বেগ থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
স্থানীয় সূত্রে খবর, স্বামী মারা যাওয়ার পর রহিমা বিবি ভড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁর মেয়ে-জামাইয়ের কাছেই থাকতেন। সম্প্রতি এসআইআর প্রক্রিয়া শুরু হলে তিনি গণনা ফর্ম জমা দিয়েছিলেন। কিন্তু সমস্যার সূত্রপাত হয় ২০০২ সালের ভোটার তালিকার তথ্য নিয়ে। ফর্মে সেই বছরের কোনো তথ্য দিতে না পারায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ২ জানুয়ারি তাঁকে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রতিবেশীদের মতে, ২০০২ সালের কোনো তথ্য তাঁর কাছে ছিল না। এদিকে গ্রামজুড়ে তখন ‘ডিটেনশন ক্যাম্প’ এবং ‘পুশব্যাক’-এর গুজব আর আতঙ্ক ডালপালা মেলেছে। সেই ভয় থেকেই বৃদ্ধা বারবার স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে সাহায্যের জন্য ছুটে গিয়েছিলেন। আশ্বাস মিললেও মনের কোণে দানা বাঁধা ভয় কাটেনি তাঁর। গতকাল হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই মর্মান্তিক ঘটনা ফের একবার প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতা ও সাধারণ মানুষের মনে গেঁথে থাকা এনআরসি-ভীতিকে প্রকাশ্যে এনে দিল।