কলকাতার ব্যস্ততম এলাকা বিবি গাঙ্গুলী স্ট্রিটের এক গেস্ট হাউসে রবিবার বিকেলে ঘটে গেল এক রক্তারক্তি কাণ্ড। এক মহিলার কাঁধে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে মুচিপাড়া থানা এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত প্রেমিককে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া থানার অন্তর্গত ১৫৯ নম্বর বিবি গাঙ্গুলী স্ট্রিটের ‘পিপি’স নেস্ট’ নামক একটি গেস্ট হাউসের ৪১২ নম্বর ঘরটি ভাড়া নিয়েছিলেন ওই যুগল। ২৮ ডিসেম্বর বিকেলে আচমকাই ঘর থেকে চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পান গেস্ট হাউসের কর্মীরা। ঘড়িতে তখন বিকেল ৪টে ১৫ মিনিট। কর্মীরা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা। অভিযোগ, তাঁর প্রেমিক ধারালো অস্ত্র দিয়ে তাঁর কাঁধে গভীর ক্ষত তৈরি করেছে। প্রচুর রক্তক্ষরণের ফলে মহিলার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া থানার পুলিশ। রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে তড়িঘড়ি নীলরতন সরকার (NRS) মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, আহত মহিলার বয়স ৩৮ বছর এবং তিনি উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
ঘটনার পরই অভিযুক্ত প্রণব কুমার সেলভারাজকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি চেন্নাইয়ের জেভি নগরের বাসিন্দা। তিনি ওই গেস্ট হাউসেরই বর্ডার হিসেবে থাকছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং বিবাদের জেরেই এই প্রাণঘাতী হামলা। কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের বয়ানে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ ও রেজিস্টার খতিয়ে দেখছে। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে আদালতে পেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।