দুর্গাপূজার নবমী থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে, চলছে বৃষ্টি। তবে বৃষ্টি মাথায় নিয়েও বিসর্জনের বিশেষ শোভাযাত্রা অর্থাৎ পুজো কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত কয়েক বছর ধরে কলকাতার আদলে জেলায় জেলায় এই পুজো কার্নিভালের আয়োজন হচ্ছে, যা দুর্গাপূজা শেষ হওয়ার পরও উৎসবের আনন্দ ধরে রাখে।
৪ অক্টোবর কার্নিভালের সূচি ও প্রস্তুতি
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তমলুক শহরে হাসপাতাল মোড় থেকে নিমতলা মোড় পর্যন্ত এই বিসর্জনের বিশেষ শোভাযাত্রা ও পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে।
কার্নিভালের দিন: ৪ অক্টোবর, শনিবার।
সময়: বিকেল পাঁচটা থেকে কার্নিভাল শুরু হবে।
স্থান: তমলুক শহরে এসডিও অফিসের সামনে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের ওপর এটি আয়োজিত হবে।
প্রশাসনের ধারণা, এ বছর কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা আরও বাড়বে। ২০২৪ সালে প্রায় ২০টি পুজো মণ্ডপ এই কার্নিভালে অংশ নিয়েছিল।
দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের বাড়তি সতর্কতা
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কার্নিভালের দিন অর্থাৎ ৪ অক্টোবর শনিবারও আবহাওয়া খারাপ থাকার পূর্বাভাস রয়েছে। সেই অনুযায়ী প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।
অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায় জানিয়েছেন, “প্রতিবছরের মতো এবছরও কার্নিভালের প্রস্তুতি শুরু হয়েছে। কার্নিভাল যাতে সুষ্ঠুভাবে আয়োজন করা যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। বৃষ্টি ও দুর্যোগের পূর্বাভাস রয়েছে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”
কার্নিভাল চলাকালীন রাজ্য সড়কের দু’পাশে ভিড় সামলাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে এবং যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। তমলুকের মহকুমা শাসকের দফতর সংলগ্ন হলদিয়া–মেচেদা রাজ্য সড়কে পুলিশ-প্রশাসনের শীর্ষকর্তারা প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন। সুষ্ঠুভাবে কার্নিভাল সম্পন্ন করতে প্রশাসনের শীর্ষকর্তারা তৎপর রয়েছেন।