কলকাতায় সনাতনীদের মহাসংগ্রাম! বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও অভিযানে অবরুদ্ধ শিয়ালদহ

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার, মন্দিরে হামলা এবং ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে এবার উত্তাল হয়ে উঠল খাস কলকাতা। ওপার বাংলায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শুক্রবার শিয়ালদহ স্টেশন চত্বরে এক বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দেয় সনাতনী সংগঠনগুলো। শিয়ালদহ স্টেশনের ভেতরে ও বাইরে এদিন কার্যত তিল ধারণের জায়গা ছিল না। কয়েক হাজার সনাতনী নাগরিক ও পুণ্যার্থীর উপস্থিতিতে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা শিয়ালদহ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল নিয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিসের অভিমুখে রওনা হন। মিছিলের জেরে মধ্য কলকাতার রাজপথ স্তব্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের গলায় ছিল একটাই সুর— বাংলাদেশে সনাতনীদের ওপর নৃশংসতা বন্ধ করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। মিছিলটি পার্ক সার্কাস সংলগ্ন বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিসের দিকে এগোতে থাকলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকানোর চেষ্টা করে। এই সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের একপ্রস্থ ধস্তাধস্তিও হয়।

আন্দোলনকারীদের দাবি, বাংলাদেশে হিন্দুরা আজ নিজভূমে পরবাসী। তাঁদের ওপর যে অমানবিক অত্যাচার চলছে, আন্তর্জাতিক মহলের সেদিকে নজর দেওয়া উচিত। শিয়ালদহ স্টেশনের এই বিক্ষোভ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে, ওপার বাংলার হিন্দুদের ওপর হামলা চললে এপার বাংলা নিশ্চুপ বসে থাকবে না। এই প্রতিবাদ মিছিলের জেরে এদিন দীর্ঘক্ষণ শিয়ালদহ এলাকার ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, তবে আন্দোলনকারীরা তাঁদের দাবিতে অনড় ছিলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy