রাজ্যে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনা এবং ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবার সরাসরি রণক্ষেত্রে নামছেন ইডি (ED) অধিকর্তা রাহুল নবীন। বৃহস্পতিবার তিনি কলকাতায় আসছেন। দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম পশ্চিমবঙ্গ সফর, যা ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মনোবল বাড়াতে হাই-ভোল্টেজ বৈঠক সূত্রের খবর, কলকাতায় পৌঁছেই রাহুল নবীন পশ্চিমবঙ্গ জোনের ইডি আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। গত কয়েক বছরে সন্দেশখালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তল্লাশিতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে ইডি অফিসারদের। বিশেষ করে সাম্প্রতিক AIPAC সংক্রান্ত রেইডের পর অফিসারদের নিরাপত্তা নিয়ে দিল্লির সদর দপ্তর যথেষ্ট চিন্তিত। আধিকারিকদের মনোবল চাঙ্গা করতে এবং তাঁদের পাশে দাঁড়াতেই এই ঝটিকা সফর।
গভর্নরের সঙ্গে বৈঠক ও বড় পদক্ষেপের ইঙ্গিত শুধুমাত্র সিজিও কমপ্লেক্সে বৈঠক নয়, ইডি অধিকর্তা রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করতে পারেন বলে জল্পনা তুঙ্গে। রাজ্যে কেন্দ্রীয় সংস্থা বনাম রাজ্য প্রশাসনের যে লড়াই চলছে, সেই প্রেক্ষাপটে তদন্তের অগ্রগতির পাশাপাশি অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। ইডি প্রধানের এই সফর স্পষ্ট করে দিচ্ছে যে, কোনো বাধা বা হুমকিই তদন্ত থামিয়ে রাখতে পারবে না।