ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার জন্য বাড়তি সময় দেওয়ার আর্জি সরাসরি খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এজি মাসিহার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। কেন্দ্রীয় পোর্টাল ‘উমিদ’-এ (UMID) ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোডের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলেন মামলাকারীরা।
মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন যে, এপ্রিল মাসে ওয়াকফ সংশোধনী কার্যকর হয়েছে এবং এরপর জুন মাসে নতুন পোর্টাল তৈরি করে তথ্য আপলোডের জন্য মাত্র ছয় মাস সময় দেওয়া হয়েছে। সিব্বলের কথায়, “এত কম সময়ে ১০০ বা ১৫০ বছর পুরোনো সম্পত্তির তথ্য গুছিয়ে পোর্টালে আপলোড করা সম্ভব নয়।” তিনি পোর্টালে একাধিক যান্ত্রিক ত্রুটির কথাও তুলে ধরেন এবং কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাড়তি সময় চান।
কিন্তু তাঁর এই যুক্তি শুনতে রাজি হয়নি শীর্ষ আদালত। বরং সময় বাড়ানোর আবেদন খারিজ করে বিচারপতিরা মামলাকারীদের ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেন। কেন্দ্রের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতাও একই পরামর্শ দেন।
বিচারপতিরা স্পষ্ট বলেন, “সলিসিটরের কথা অনুযায়ী, এটা স্পষ্ট যে ছয় মাস যদি আপনাদের অল্প সময় মনে হয়, তা হলে আপনারা ট্রাইবুনালের দ্বারস্থ হন।” উল্লেখ্য, এই ওয়াকফ মামলার বেঞ্চ সম্প্রতি বদলে গিয়েছে। এর আগে অবসরগ্রহণের আগ পর্যন্ত এই মামলার দায়িত্ব ছিল সাবেক প্রধান বিচারপতি বিআর গবাইয়ের কাঁধে।