“এটা তো ট্রেলার, পরেরটা বুকে!” অস্ট্রেলিয়ায় ভারতীয় বুকিকে চরম হুমকি গ্যাংস্টার ডেলানার!

বিদেশের মাটিতেও ভারতীয় গ্যাংস্টারদের দাপট! এবার অস্ট্রেলিয়ার সিডনিতে এক হাই-প্রোফাইল বুকির বাড়িতে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। কুখ্যাত গ্যাংস্টার বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র ডেলানা এই হামলার দায় স্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে মহেন্দ্র ডেলানা দাবি করেছেন, সিডনির ৩১ অ্যাশফিল্ড, লেইচার্ড এলাকায় বুকি রনির বাড়িতে যে হামলা হয়েছে, তা তাঁদের নির্দেশেই করা হয়েছে।

গ্যাংস্টার ডেলানার অভিযোগ, রনি নামের ওই বুকি পুলিশ প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে বড় বড় বুকিদের সুরক্ষা প্রদান করেন। শুধু তাই নয়, গ্যাংস্টারদের ফোন রিসিভ না করে তাঁদের এড়িয়ে চলার চেষ্টা করেন। ডেলানা তাঁর পোস্টে সাফ জানিয়েছেন, “আমরা ফোন করলে ও উপেক্ষা করেছে, তাই এই পদক্ষেপ। এটা তো কেবল ট্রেলার ছিল, ২৪ ঘণ্টার মধ্যে জবাব না দিলে পরের গুলিটা সরাসরি রনির বুকে লাগবে।”

এই হামলার পেছনে দেশপ্রেমের তাসও খেলেছেন ডেলানা। তাঁর দাবি, অনেক বুকিই পাকিস্তানে বসে থাকা তাঁদের ‘আকা’দের আর্থিক মদত দিচ্ছে এবং ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তাঁদের সাত প্রজন্ম মনে রাখবে—এমন ভাবেই ওই বুকিদের শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ডেলানা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “বুকিরা শোনো, তোমরা বিশ্বের যে প্রান্তেই লুকিয়ে থাকো না কেন, আমরা খুঁজে বের করে মারব। আমাদের কাছে কোনো দেশেই অপারেশন চালানো কঠিন নয়।”

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হওয়ার পর আন্তর্জাতিক স্তরে চাঞ্চল্য ছড়িয়েছে। ডেলানা স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর করা প্রতিটি ফোনের উত্তর দিতে হবে, নাহলে কোনো কথা ছাড়াই গুলি চলবে। এই ঘটনার পর অস্ট্রেলিয়ার সিডনি পুলিশ তদন্ত শুরু করেছে। বিদেশের মাটিতে এই ধরণের গ্যাংস্টার রাজ রুখতে ভারতীয় গোয়েন্দা সংস্থাও তৎপর হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy