রাজ্যে এসআইআর (SIR) বা বিশেষ নাগরিকত্ব সমীক্ষা প্রক্রিয়াকে কেন্দ্র করে ফের একবার নরেন্দ্র মোদী ও অমিত শাহর সরকারের বিরুদ্ধে রণংদেহী মেজাজে অবতীর্ণ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তর কলকাতায় ‘দুর্গাঙ্গন’-এর শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তাঁর দাবি, এই প্রক্রিয়ার জেরে তৈরি হওয়া আতঙ্কে গত এক মাসে বাংলায় ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
শিলান্যাস মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী অত্যন্ত আবেগপ্রবণ ও আক্রমণাত্মক ঢঙে বলেন, “আমি মা দুর্গাকে বলব, মনুষ্যত্ব বাঁচিয়ে দাও। অশুভ শক্তির বিনাশ কর। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এক মাসে ৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। এটা আর সহ্য হচ্ছে না।” মমতার অভিযোগ, সাধারণ মানুষকে নাগরিকত্বের প্রমাণ দিতে গিয়ে যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, তা অমানবিক।
নাগরিকত্ব ও ভোটাধিকারের পারস্পরিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, “বাংলায় থেকে কেন বারবার নিজেদের ভারতীয় নাগরিক প্রমাণ করতে হবে? নাগরিকত্বের সঙ্গে ভোটাধিকারের কী সম্পর্ক? কেন বাংলায় কথা বললেই কাউকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে? এমনকি হোটেলে জায়গা দিতেও অস্বীকার করা হচ্ছে।” মমতার এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগাম সুর হিসেবেই দেখছেন। একদিকে যখন অমিত শাহ বঙ্গ সফরে এসে কড়া বার্তার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তার আগেই ‘বাঙালি আবেগ’ ও ‘নাগরিকত্বের আতঙ্ক’কে হাতিয়ার করে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী।