‘এই দুই কিংবদন্তির সঙ্গে পাঙ্গা নিও না!’ রোহিত-বিরাট সমালোচকদের চরম হুঁশিয়ারি দিলেন শাস্ত্রী

ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে চলা সমালোচনার মাঝেই মুখ খুললেন প্রাক্তন কোচ ও অভিজ্ঞ ক্রিকেটার রবি শাস্ত্রী। তাঁর সাফ বার্তা, ‘এই দুই লেজেন্ডারি প্লেয়ারের সঙ্গে পাঙ্গা নিও না।’ শাস্ত্রীর এই কড়া মন্তব্য এমন সময়ে এলো যখন এই দুই ক্রিকেটারের কমিটমেন্ট এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে তাঁদের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে।

প্রভাত খবরকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী স্পষ্টতই সতর্ক করেন, যদি কোহলি এবং রোহিত উত্তর দেওয়া শুরু করেন, তবে যাঁরা তাঁদের বিরুদ্ধে কথা বলছেন, তাঁরা ক্রিকেট সাইডলাইন থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যাবেন। তিনি বলেন, “বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওডিআই ক্রিকেটের লেজেন্ড। এমন দক্ষ খেলায়াড়দের সঙ্গে দ্বন্দ্বে গিয়ে লাভ নেই।”

শাস্ত্রী যদিও তাঁর মন্তব্যে কারও নাম করেননি, তবুও ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, তাঁর নিশানায় আদতে ভারতীয় দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর এবং চিফ সিলেক্টর অজিত আগারকার। এই দুই কিংবদন্তির হঠাৎ টেস্ট দল থেকে পদত্যাগ এবং ভবিষ্যৎ বিশ্বকাপে চান্স পাওয়া নিয়ে যখন প্রশ্ন উঠেছে, ঠিক তখনই শাস্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।

বিরাট কোহলির সঙ্গে তাঁর কোচের সময়ের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। এবার রোহিতের সঙ্গেও তিনি একই সুরে সওয়াল করলেন। শাস্ত্রী আরও দৃঢ়ভাবে বলেন, “কিছু মানুষ এগুলি করছে। এটাই আমার বলার। যদি এই দুই প্লেয়াররা ঠিকমতো এগিয়ে যায়, সঠিক বাটন প্রেস করে, তাহলে যারা ওঁদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে, তাদের আর খুঁজে পাওয়া যাবে না। এই ধরনের খেলোয়ারদের সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই।” তাঁর মতে, এই দুই ক্রিকেটার ভারতীয় দলের জন্য রত্ন এবং তাঁদের গুরুত্ব বুঝতে হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy