রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই ডিভিসি (DVC) কর্তৃক বিপুল পরিমাণ জল ছাড়া নিয়ে ফের তীব্র সংঘাতের পরিস্থিতি তৈরি হল। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির দোহাই দিয়ে ডিভিসি হঠাৎ জল ছাড়ার পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেওয়ায় রাজ্যের নিচু এলাকাগুলিতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে ডিভিসি-কে সরাসরি আক্রমণ করে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর কড়া তোপ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া বার্তায় ডিভিসি-র এই পদক্ষেপকে ‘একতরফা’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন:
‘বিপর্যয় সৃষ্টি’: মুখ্যমন্ত্রী বলেন, “এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি বিপর্যয়।”
নোটিস ছাড়া জল: তিনি অভিযোগ করেন, ডিভিসি রাজ্যকে আগাম নোটিস না দিয়ে ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে, যা উৎসবের মধ্যে রাজ্যবাসীর দুর্দশা বাড়াবে।
চরম হুঁশিয়ারি: মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “উৎসবের দিনে পশ্চিমবঙ্গের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না ডিভিসি… আমি স্পষ্ট বলতে চাই, কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করব।”
ডিভিসি-র জল ছাড়ার পরিমাণ
ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে, জল ছাড়ার পরিমাণ সকাল ১১টা থেকে আরও বাড়ানো হয়েছে:
দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে ৬৫ হাজার কিউসেক হারে।
মাইথন জলাধার থেকে ছাড়া হচ্ছে ৪২ হাজার ৫০০ কিউসেক।
পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হচ্ছে ২৭ হাজার ৫০০ কিউসেক।
রাজ্য প্রশাসনের অভিযোগ, “না জানিয়ে জল ছাড়ছে, বাংলাকে ডোবানোর চেষ্টা”। এই বিপুল পরিমাণ জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
🔥 আকর্ষণীয়, ক্লিকযোগ্য শিরোনাম (DailyHunt-এর জন্য)
১. চাঁদা না দেওয়ায় বিজেপি নেতার ছেলেকে পিটিয়ে ‘খুন’! কাঠগড়ায় ক্লাব সদস্যরা, ২ জন তৃণমূল কর্মী বলে অভিযোগ
২. রাস্তা থেকে গায়েব প্রলয়! পরে রেললাইন থেকে উদ্ধার দেহ, ক্লাব সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগে তুমুল উত্তেজনা
৩. ‘ব্যারিকেডে ধাক্কা লেগেছিল’— ক্লাবের দাবি! ‘খুন করা হয়েছে’, ছেলেকে পিটিয়ে মারার অভিযোগে বিস্ফোরক বিজেপি নেতা
চাঁদা না দেওয়ায় বিজেপি নেতার ছেলেকে পিটিয়ে ‘খুন’! ক্লাব সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ধৃতদের মধ্যে তৃণমূল কর্মী
কলকাতা: দুর্গাপূজার চাঁদা না দেওয়ায় স্থানীয় এক বিজেপি নেতার ছেলেকে পিটিয়ে খুনের মতো নৃশংস অভিযোগ উঠল স্থানীয় ক্লাব সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। নিহত যুবকের নাম প্রলয় বর্মন।
অভিযোগ কী?
বিজেপি নেতা অধীর বর্মনের অভিযোগ, গত ২৬ তারিখ তাঁর ছেলে প্রলয় বর্মনকে রাস্তায় আটকে ক্লাবের সদস্যরা বেধড়ক মারধর করে। এই মারধরের জেরেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে।
বিজেপি নেতার দাবি, ক্লাবের সদস্যদের মধ্যে দু’জন স্থানীয় তৃণমূল কর্মী।
ক্লাবের দাবি ও নেতার পাল্টা অভিযোগ
প্রলয়ের বাবা অধীর বর্মন জানান, মারধরের পর তাঁকে ফোন করে জানানো হয় যে, “ক্লাবের সামনে রাখা ব্যারিকেডে ধাক্কা লেগে আহত হয়েছে প্রলয়।”
কিন্তু ক্লাবের সামনে গিয়ে ছেলেকে দেখতে পাননি বিজেপি নেতা। পরে রেললাইন থেকে তাঁর ছেলের দেহ উদ্ধার হয়। অধীর বর্মন অভিযোগ করেন, তাঁর ছেলেকে ক্লাবের সদস্যরা পিটিয়ে খুন করেছে।
এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
🔥 আকর্ষণীয়, ক্লিকযোগ্য শিরোনাম (DailyHunt-এর জন্য)
১. যুবকের মুখে ‘নিষিদ্ধ বাজি’ পুরে আগুন ভিলেজ পুলিশের! বীরভূমের মাড়গ্রামে ভয়ঙ্কর নৃশংসতা, তুমুল বিক্ষোভ
২. ঠাকুর বিসর্জন দেখতে যাওয়ার পথে বিভীষিকা! বাজিতে ঝলসে গেল যুবকের মুখ, গ্রেফতার অভিযুক্ত ভিলেজ পুলিশ
৩. কালিপটকা নয়, ‘নিষিদ্ধ বাজি’ বিস্ফোরণ? মাড়গ্রামে ভিলেজ পুলিশের কাণ্ডে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, ৭ দিনের জেল হেফাজত
নৃশংস কাণ্ড মাড়গ্রামে: যুবকের মুখে ‘নিষিদ্ধ বাজি’ পুরে আগুন! ভিলেজ পুলিশের বিরুদ্ধে অভিযোগে তুমুল উত্তেজনা
বীরভূম: বীরভূমের মাড়গ্রামে ভিলেজ পুলিশের বিরুদ্ধে এক নৃশংস কাণ্ড ঘটানোর অভিযোগ উঠল, যা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে চাঁদপাড়া গ্রামে। অভিযোগ, এক ভিলেজ পুলিশ সদস্য যুবকের মুখে ‘নিষিদ্ধ বাজি’ পুরে আগুন জ্বালিয়ে দিয়েছে।
কীভাবে ঘটল ঘটনা?
স্থানীয় সূত্রে খবর, গুরুতর আহত ওই যুবকের নাম হেমন্ত বাগদি। তিনি ঠাকুর বিসর্জন দেখতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় অভিযুক্ত ভিলেজ পুলিশ সদস্য তাঁকে আটকায় এবং এই বর্বর কাণ্ড ঘটায়। বাজিতে আহত হেমন্তকে গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
এই ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং ঘটনার প্রতিবাদে বিসর্জন মিছিল বন্ধ করে বিক্ষোভ দেখানো হয়।
পুলিশের দাবি ও পদক্ষেপ
পুলিশের দাবি, এটি নিষিদ্ধ বাজি নয়, সম্ভবত কালিপটকা ফেটে যুবকটি জখম হয়েছেন। তবে অভিযোগ গুরুতর হওয়ায় পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে।
মাড়গ্রাম থানার পুলিশ অভিযুক্ত ভিলেজ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার পুলিশ।