ইতিহাস গড়লেন ভারতের ভরত তাম্মিনেনি! বিশ্বের ৯টি আট হাজারি শৃঙ্গ জয় করে প্রথম ভারতীয় হিসেবে রেকর্ড, জানুন তালিকা

ভারতীয় পর্বতারোহণের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন অন্ধ্রপ্রদেশের ৩৬ বছর বয়সী ভরত তাম্মিনেনি (Bharath Thammineni)। বিশ্বের আট হাজার মিটারের ওপরে থাকা ৯টি পর্বতশৃঙ্গ জয় করে তিনি প্রথম ভারতীয় পর্বতারোহী হিসেবে এই অনন্য রেকর্ড গড়েছেন।

সম্প্রতি পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত চো ওইয়ু (৮,১৮৮ মিটার) জয় করার পরই তাঁর সাফল্যের তালিকায় যুক্ত হয়েছে এই ঐতিহাসিক পালক।

পর্বতারোহণের ইতিহাসে অনন্য পরিচিতি
ভরত তাম্মিনেনি দেশের অন্যতম শীর্ষ পর্বতারোহণ সংস্থা ‘বুটস অ্যান্ড ক্র্যাম্পনস’র প্রতিষ্ঠাতা। গত এক দশকে তিনি একজন অভিজ্ঞ পর্বতারোহী এবং একজন সফল অভিযানের নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত ‘এভারেস্ট ২০২৫ এক্সপেডিশন’ একাধিক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে:

আংমো হয়েছেন বিশ্বের প্রথম দৃষ্টিহীন নারী, যিনি এভারেস্ট জয় করেছেন।

কার্তিকেয় হয়েছেন সবচেয়ে কম বয়সে ‘সেভেন সামিটস’ চ্যালেঞ্জ সম্পূর্ণ করা ভারতীয়।

চো ওইয়ু জয় করার পর ভরত তাম্মিনেনি বলেন, “এই সাফল্য শুধু আমার নয়, প্রতিটি ভারতীয় পর্বতারোহীর স্বপ্নপূরণের এক ধাপ। আমি এই জয় উৎসর্গ করছি আমার পরিবার, বন্ধু, বুটস অ্যান্ড ক্র্যাম্পনসের দল এবং সেই ভারতের চেতনাকে, যা আমাকে প্রতিটি শৃঙ্গে নতুন সাহস দেয়।”

জয় করা ৯টি আট হাজারি শৃঙ্গের তালিকা:
শৃঙ্গের নাম উচ্চতা জয়ের তারিখ
এভারেস্ট ৮,৮৪৮ মিটার মে ২০১৭
মানাসলু ৮,১৬৩ মিটার সেপ্টেম্বর ২০১৮
লোৎসে ৮,৫১৬ মিটার মে ২০১৯
অন্নপূর্ণা-১ ৮,০৯১ মিটার মার্চ ২০২২
কাঞ্চনজঙ্ঘা ৮,৫৮৬ মিটার এপ্রিল ২০২২
মাকালু ৮,৪৮৫ মিটার মে ২০২৩
শিশাপাংমা ৮,০১৩ মিটার অক্টোবর ২০২৪
ধৌলাগিরি ৮,১৬৭ মিটার এপ্রিল ২০২৫
চো ওইয়ু ৮,১৮৮ মিটার অক্টোবর ২০২৫

৯টি আট হাজারি শৃঙ্গ জয় করে ভরত তাম্মিনেনি আজ ভারতীয় পর্বতারোহণের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি অন্ধ্রপ্রদেশ এবং গোটা ভারতের গর্ব।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy