আরাবল্লীতে নতুন খনন নিষিদ্ধ! কেন্দ্রের বড় ঘোষণার পর এবার নজর সুপ্রিম কোর্টে, পাহাড়ের ভাগ্য নির্ধারণ হবে কাল।

আরাবল্লী পর্বতমালা কেবল ভারতের এক ভৌগোলিক বৈশিষ্ট্য নয়, এটি রাজস্থান থেকে দিল্লি পর্যন্ত থর মরুভূমির বিস্তার রুখতে এক প্রাকৃতিক ঢাল। সেই অতি প্রাচীন পর্বতশ্রেণীকে বাঁচাতে এবার সরাসরি ময়দানে নামল সুপ্রিম কোর্ট। আরাবল্লীর ‘সংজ্ঞা’ নির্ধারণ এবং সেখানে বেআইনি খনন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে স্বতঃপ্রণোদিত (Suo Motu) মামলা দায়ের করেছে শীর্ষ আদালত। আগামীকাল, ২৯ ডিসেম্বর (সোমবার) ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে।

বিতর্কের কেন্দ্রবিন্দু: ১০০ মিটারের সংজ্ঞা
বিতর্কের সূত্রপাত গত ২০ নভেম্বর, যখন সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের প্রস্তাবিত একটি সংজ্ঞা গ্রহণ করে। সেই প্রস্তাবে বলা হয়েছিল:

আরাবল্লী কী: কেবল ১০০ মিটারের বেশি উচ্চতার পাহাড়গুলিকেই ‘আরাবল্লী’ বলা হবে।

ভয়ংকর তথ্য: পরিবেশবিদদের দাবি, আরাবল্লীর প্রায় ৯০ শতাংশ পাহাড়েরই উচ্চতা ১০০ মিটারের নিচে। ফলে এই নতুন সংজ্ঞা অনুযায়ী পাহাড়ের একটি বিশাল অংশ আইনি সুরক্ষার বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে সেখানে দেদার খনন ও নির্মাণের রাস্তা খুলে যাবে বলে সরব হয়েছেন বন সংরক্ষণ অফিসার আর পি বালওয়ান ও পরিবেশকর্মীরা।

ড্যামেজ কন্ট্রোলে কেন্দ্র সরকার:
পরিস্থিতি বেগতিক দেখে গত বুধবার, ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক এক জরুরি নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে:

সম্পূর্ণ নিষেধাজ্ঞা: দিল্লি থেকে গুজরাট পর্যন্ত গোটা আরাবল্লী রেঞ্জে বর্তমানে কোনও নতুন খননের অনুমতি (Mining Lease) দেওয়া হবে না।

ম্যানেজমেন্ট প্ল্যান: ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন’ (ICFRE)-কে দায়িত্ব দেওয়া হয়েছে এমন জোন চিহ্নিত করতে, যেখানে খনন সম্পূর্ণ নিষিদ্ধ করা প্রয়োজন।

আগামীকাল সুপ্রিম কোর্টে কী হতে পারে?
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি এ জি মাসিহ-র বেঞ্চ আগামীকাল খতিয়ে দেখবেন যে, এই ১০০ মিটারের মাপকাঠি আদৌ বৈজ্ঞানিক কি না। এছাড়া পরিবেশ সংরক্ষণের সাথে খননকার্যের ভারসাম্য বজায় রাখতে কেন্দ্র ও রাজ্যগুলি (হরিয়ানা ও রাজস্থান) কী পদক্ষেপ নিয়েছে, তার জবাব চাওয়া হতে পারে।

আরাবল্লী কি তার ‘সবুজ ঢাল’ বজায় রাখতে পারবে? নাকি আইনি মারপ্যাঁচে হারিয়ে যাবে ৯০ শতাংশ টিলা? উত্তর মিলতে পারে আগামীকালের শুনানিতে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy