রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মালিকানা বদল নিশ্চিত হওয়ার পর এবার রাজস্থান রয়্যালসের (RR) মালিকানা নিয়ে বড়সড় জল্পনা উস্কে দিলেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। তিনি ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডলে দাবি করেছেন, আইপিএল-এর একটি নয়, দু’টি দল বিক্রি হতে চলেছে – আরসিবি এবং আরআর।
হর্ষ গোয়েঙ্কা তাঁর পোস্টে লিখেছেন:
“আমি শুনতে পাচ্ছি, একটি নয়, আইপিএল-এর দু’টি দল বিক্রি হতে চলেছে। আরসিবি ও আরআর। এ কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে আজ অনেকেই লাভবান হতে চাইছে। দুই দল বিক্রি হতে চলেছে। চার-পাঁচজন সম্ভাব্য ক্রেতা রয়েছে। কারা এই দুই দল কিনবে? পুণে, আমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু না মার্কিন যুক্তরাষ্ট্রের কেউ নতুন মালিক হবে?”
রাজস্থান রয়্যালস নিয়ে রহস্য
আরসিবি-র পক্ষ থেকে সরকারিভাবে মালিকানা বদলের কথা ঘোষণা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু রাজস্থান রয়্যালসের মালিকানা বদলের বিষয়ে এর আগে কোনও খবর শোনা যায়নি। গোয়েঙ্কাই প্রথম এই জল্পনা উস্কে দিলেন, যা ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
রাজস্থান রয়্যালসের কর্ণধার হলো রয়্যাল মাল্টিস্পোর্টস প্রাইভেট লিমিটেড। এই ফ্র্যাঞ্চাইজির অধিকাংশ শেয়ার মনোজ বাদালের হাতে। তাঁর পিছনে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী সংস্থা রেডবার্ড ক্যাপিটাল পার্টনারস। এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনও গোয়েঙ্কার দাবি স্বীকার বা অস্বীকার করা হয়নি, তবে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে।
আইপিএল-এ লাভের অঙ্ক যত বাড়ছে, বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থাগুলি এর সঙ্গে যুক্ত হতে চাইছে। শীঘ্রই আরসিবি-র নতুন মালিকের নাম জানা যাবে। এরপর হয়তো রাজস্থান রয়্যালসেরও নতুন কর্ণধারের নাম জানা যেতে পারে।