তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া প্রাক্তন ছাত্রনেত্রী রাজন্যা হালদারের (Rajanya Halder) রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিলই। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করার পর সেই জল্পনাতে কার্যত সিলমোহর বসিয়ে দিলেন তিনি। রাজন্যা এবং প্রান্তিক চক্রবর্তীর (Prantik Chakraborty) গেরুয়া শিবিরে যোগদান এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
🚪 ‘লেটস চেঞ্জ’: জল্পনা উস্কে পোস্ট
সোমবার রাজন্যা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্বামী বিবেকানন্দের একটি ছবির ক্যাপশনে লেখেন, “আমার বাংলা রক্তাক্ত হয়ে উঠেছে। গণতন্ত্র ধার চাই। লেটস চেঞ্জ।” এই পোস্টটিই তাঁর দলবদলের জল্পনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
বিজেপিতে যোগদানের জল্পনা কতটা সত্যি? বাংলা সংবাদ মাধ্যম bangla.ajtak.এর প্রশ্নের জবাবে রাজন্যা Haldar বলেন:
“সম্ভাবনা তেমনই, সেদিকেই ইঙ্গিত করছে। একটু কয়েকটা দিন সময় দিলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।”
রাজনৈতিক সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরেই রাজন্যা ও প্রান্তিক খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন। কেন তিনি পদ্মশিবিরকেই বেছে নিচ্ছেন, তা যোগদানের পরই জানাবেন বলে জানিয়েছেন রাজন্যা। যদিও বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
❓ কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন?
বিজেপির টিকিটে কোন কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন এই প্রাক্তন ছাত্রনেত্রী? এই প্রশ্নের জবাবে রাজন্যা হালদার অবশ্য এখনই প্রার্থী হওয়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, “ভোট এখনও অনেক দেরি। ভোটের ব্যাপারে ভাবার মতো সময় বা পরিস্থিতি এটা নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ইস্যু রয়েছে, সমস্যা রয়েছে, আঙ্গিক রয়েছে যেগুলো ভাবা আবশ্যিক।” তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার কানাঘুঁষো বেশ জোরদার।
📉 একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বহিষ্কার পর্যন্ত সফর
২০২১ সালের একুশে জুলাইয়ের মঞ্চে রাজন্যা হালদারের তেজস্বী বক্তৃতা সকলের নজর কেড়েছিল। তৃণমূল ছাত্রনেত্রী হিসেবে তাঁর রাজনৈতিক কেরিয়ারের শুরুর গতি বেশ ভালো ছিল।
কিন্তু সেই গতি রুদ্ধ হয় আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনার পর। দলের বিরুদ্ধে সরব হওয়ার কারণে রাজন্যা ও প্রান্তিককে বহিষ্কার করে তৃণমূল। এই বিতর্ক চলাকালীন কসবা ল’কলেজে ধর্ষণের ঘটনার পর বহিষ্কৃত রাজন্যা তৃণমূলের ‘দাদা সংস্কৃতির’ বিরুদ্ধেও মুখ খুলেছিলেন।
📸 সজলের পুজোয় ছবি তোলার পর থেকেই জল্পনা
রাজন্যা ও প্রান্তিকের বিজেপিতে যোগদানের জল্পনা প্রথম উস্কে যায় চলতি বছরের দুর্গাপূজার সময়। ওই সময় তাঁদের বিজেপি নেতা সজল ঘোষের (Sajal Ghosh) পুজোয় তাঁর পাশে দাঁড়িয়ে খোশমেজাজে ছবি তুলতে দেখা যায়। এরপর মহাষ্টমীর সন্ধ্যায় তাঁরা বিজেপির পুজো বলে পরিচিত সল্টলেক EZCC-তেও হাজির হয়েছিলেন। সেই সময় থেকেই তাঁদের ছাব্বিশের বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের টিকিটে লড়াইয়ের সম্ভাবনা নিয়ে কানাঘুঁষো চলছে।