রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের গভীরতা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার হায়দরাবাদ হাউসে যৌথ সাংবাদিক সম্মেলন চলাকালীন মোদী বলেন, পুতিনকে তিনি দীর্ঘ ২৫ বছর ধরে চেনেন।
ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতাবস্থা বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “২০০১ সালে আমরা যে ভূমিকা নিয়েছিলাম, তা বোঝায় একজন দূরদর্শী নেতা কী ভাবে চিন্তা করেন, কোথা থেকে শুরু করেন এবং সম্পর্ককে কত দূর নিয়ে যেতে পারেন।” প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত–রাশিয়া সম্পর্ক তারই এক উজ্জ্বল উদাহরণ।
এই মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী বোঝাতে চাইলেন, পুতিনের নেতৃত্ব এবং তাঁর ব্যক্তিগত সম্পর্কের দৃঢ়তা এই দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে দীর্ঘমেয়াদি সাফল্যের দিকে চালিত করেছে। দুই নেতার দীর্ঘদিনের চেনাজানা আন্তর্জাতিক স্তরে দুই দেশের সহযোগিতার পথকে আরও মসৃণ করেছে।